ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসা সম্প্রসারণে টাকা তুলবে প্যাসিফিক ডেনিমস

প্রকাশিত: ০৬:৫৭, ২১ নভেম্বর ২০১৬

ব্যবসা সম্প্রসারণে টাকা তুলবে প্যাসিফিক ডেনিমস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায় প্রসার ঘটাতে শেয়ারবাজার থেকে টাকা তুলতে যাচ্ছে বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস। এ লক্ষ্যে কোম্পানিটি আগামী ১১ ডিসেম্বর থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শুরু করবে। যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানিটির সচিব মোঃ সোরহাব আলী সাংবাদিকদের জানান, প্যাসিফিক ডেনিমস মূলত ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। যাতে আইপিও পরবর্তীতে কোম্পানির প্রায় ২৫ শতাংশ উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার পরিদর্শনে গিয়ে দেখা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রায় ৩শ’ বিঘা জমির ওপরে প্যাসিফিক ডেনিমসের কারখানা। এখানে ৩ শিফটে প্রায় ৪০০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। যারা প্রতি মাসে প্রায় ১০-১১ লাখ গজ কাপড় উৎপাদন করে। যা শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহের পরে ২৫ শতাংশ বাড়বে। কোম্পানিটিতে মোট ১শ’ টি লুম রয়েছে। এখানে ক্রেতাদের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কোম্পানিটির রয়েছে অত্যাধুনিক ইটিপি। শতভাগ রফতানিকারক প্যাসিফিক সর্বশেষ ২০১৫ সালে ১৬৮ কোটি ২৫ লাখ টাকার বিক্রয় করে। এক্ষেত্রে কোম্পানিটি করপরবর্তী প্রায় ১০ কোটি টাকা নীট মুনাফা বা শেয়ার প্রতি ২.৬৩ টাকা আয় করে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নীট অপারেটিং ক্যাশ ফ্লো হয় ২ টাকা। ৩৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৪৩ টাকায়। প্রাইভেট লিমিটেড হিসেবে ২০০৩ সালে গঠিত প্যাসিফিক ডেনিমস ২০০৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এছাড়া ২০১১ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়। এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮২তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, প্যাসিফিক ডেনিমস শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হবে। সংগৃহীত টাকার ৪৭ কোটি ৯৪ লাখ টাকা দিয়ে ব্যবসায় সম্প্রসারণ, ২৫ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ ও ২ কোটি ৬ লাখ টাকা আইপিও ব্যয় নির্বাহ কাজে ব্যবহার করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।
×