ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্সেনালের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা পেল পিএসজি

প্রকাশিত: ০৬:৪৪, ২১ নভেম্বর ২০১৬

আর্সেনালের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা পেল পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে কঠিন ম্যাচ প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে। সেই লড়াইয়ের আগে নিজেদের ভালভাবেই শাণিয়ে নিয়েছে ফরাসী চ্যাম্পিয়নরা। এবার অবশ্য ফ্রেঞ্চ লীগ ওয়ানে তেমন দুর্দান্ত সময় কাটছে না দলটির। কিন্তু শনিবার ন্যান্তেসের বিরুদ্ধে ২-০ গোলের জয়ে খেলোয়াড়রা অনুপ্রাণিত হয়েছেন। আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া ও জেস রড্রিগুয়েজ গোল করেছেন। এটি নিয়ে টানা চার জয়ে শীর্ষস্থানে থাকা মোনাকোর সঙ্গে পয়েন্ট সমান করে ফেলেছে পিএসজি। যদিও গোল ব্যবধানের কারণে দুই নম্বরেই আছে তারা। এখন এটাই চ্যাম্পিয়ন্স লীগে আর্সেনালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উজ্জীবিত রাখবে ফরাসী চ্যাম্পিয়নদের। ১৩ ম্যাচ করে খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ভাগাভাগি করলেও মোনাকো এবং পিএসজি দু’দলকেই পেছনে ফেলার দারুণ সুযোগ আছে নিসের। এক ম্যাচ কম খেলে (১২ ম্যাচ) সমান ২৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তারা তিন নম্বরে অবস্থান করছে। সেইন্ট এটিয়েনের বিরুদ্ধে ড্র কিংবা জয় যে কোনকিছুই শীর্ষে তুলে দেবে নিসকে। নতুন কোচ উনাই এমরির অধীনে এবার লীগ ওয়ানে এবার বেশ অগোছাল পিএসজি। শনিবারও পার্ক ডেস প্রিন্সেসে ন্যান্তেসের বিরুদ্ধে জয়টা আয়েশি ছিল না। ম্যাচের ১৩ মিনিটের সময়ই গোল করেন মারিয়া। কিন্তু আর্জেন্টাইন এ তারকা ২৫ মিনিটের সময় উরুর ইনজুরিতে পড়েন। শেষ পর্যন্ত ৩৭ মিনিটের সময় মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে তার জায়গায় নামাতে হয়েছে হাতেম বেন আরফাকে। আগামী সপ্তাহে আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচের আগে তাই নতুন দুঃশ্চিন্তা পিএসজির। কারণ কোচ এমরি ইতোমধ্যেই আলফোনসো আরিওলা, লেভিন কুরজাওয়া ও আদ্রিয়েন র‌্যাবিওটকে পাচ্ছেন না। কিন্তু এমরি বলেন, ‘আমি আশা করছি বুধবারের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
×