ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুভেন্টাস-নেপোলির জয়

প্রকাশিত: ০৬:৪৪, ২১ নভেম্বর ২০১৬

জুভেন্টাস-নেপোলির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার পেসকারার বিপক্ষে অনায়াস জয় পেয়েছে জুভেন্টাস। নিজেদের মাঠে এদিন তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেসকারাকে। দিনের অন্য ম্যাচে নেপোলি ২-১ গোলে হারিয়েছে উদিনেসকে। এছাড়া ক্যালিয়ারির বিপক্ষে চিয়েভোর জয়টা ১-০ গোলের। নিজেদের মাঠে শনিবার জুভেন্টাসের হয়ে গোল করেছেন সামি খেদিরা, মারিও মানজুকিচ এবং হের্নানেস। আগামী মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে সেভিয়ার মুখোমুখি হবে জুভারা। সে বিষয়টি মাথায় রেখেই পেসকারার বিপক্ষে দলে বেশ পরিবর্তন আনে স্বাগতিকরা। এই ম্যাচ দিয়েই অভিষেক ঘটে মোইস কিয়ানের। ২০০০ সালের পরে জন্মগ্রহণ করে প্রথম কোন খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষসারির লীগে খেলার রেকর্ড গড়লেন তিনি। ম্যাচের ৮৪ মিনিটে মারিও মানজুকিচের বদলি হিসেবে খেলতে নামেন তিনি। মোইস কিয়ান ২০০০ সালের ২৮ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। জুভেন্টাসের জার্সিতে অভিষেকের দিন তার বয়স হয় ১৬ বছর ২৬৫ দিন। সিরি’এ লীগে এখন এককভাবেই রাজত্ব করছে জুভেন্টাস। পেসকারার বিপক্ষেও জয় পেতে কোন সমস্যা হয়নি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথমার্ধের ৩৬ মিনিটে জুভেন্টাসকে প্রথম এগিয়ে দেন সামি খেদিরা। কুয়াদরাদোর কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে মানজুকিচ তা খেদিরাকে দেন। ডান পায়ের নিচু শটে তা সহজেই জালে পাঠান জার্মানির এই তারকা মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে করা মানজুকিচের গোলটিতে সহায়তাও করেন খেদিরা। বক্সের মধ্য থেকে আলতো করে হেডে ফাঁকায় থাকা মানজুকিচের দিকে বাড়িয়ে দেন তিনি। বক্সের ঠিক ৬ গজ বাইরে থেকে ডান পায়ের শটে তা জালে পৌঁছে দেন জুভেন্টাসের এই ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড। তার ৬ মিনিট পর ২৫ গজ দূর থেকে নেয়া ডান পায়ের জোরালো শটে গোল করেন হের্নানেস। আর তাতেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে ১৩ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। এদিকে উদিনেসের মাঠে প্রথমার্ধে গোল পায়নি নেপোলি। তবে দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে তাদের এগিয়ে দেন লরেন্সো ইনসিনিয়ে। ডানপ্রান্ত থেকে হোসে কায়েহনের ক্রসে ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে সিরি’এ লীগে ১ হাজার ১৩৬ মিনিটের গোল খরা কাটান এই ফরোয়ার্ড। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করা গোলটি ইনসিনিয়ে করেন উদিনেসের রক্ষণের ভুলে। তার দিকে ছুটে যাওয়া একটি ক্রস ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি উদিনেসের রক্ষণসৈনিক। এর সুযোগ নিয়ে ৬ গজ বক্সের কাছ থেকে বল জালে পাঠান ইনসিনিয়ে। এই নিয়ে সিরি’এ লীগে দ্বিতীয়বারের মতো জোড়া গোল করার স্বাদ পেলেন ইনসিনিয়ে। এর আগে লীগে জোড়া গোল করেছিলেন গত বছরের অক্টোবরে। এসি মিলানের বিপক্ষে প্রথমবারের মতো দুইবার গোল করেছিলেন তিনি।
×