ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালকে হারিয়ে শীর্ষে খুলনা

প্রকাশিত: ০৬:৪৩, ২১ নভেম্বর ২০১৬

বরিশালকে হারিয়ে শীর্ষে খুলনা

স্পোর্টস রিপোর্টার ॥ বরিশালের বিপক্ষে খুলনা জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে। আর খুলনার বিপক্ষে বরিশাল জিতলেই খুলনাকে পেছনে ফেলবে। এমন সমীকরণই ছিল। তাতে করে খুলনারই জয় হলো। ২২ রানে বরিশালকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল খুলনা। টানা চতুর্থ জয়ও তুলে নিল। এখন এককভাবে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেছে খুলনা। ম্যাচে টস জিতে বরিশাল আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। খুলনা আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে তা কাজেও লাগায়। তৃতীয় ও পঞ্চম উইকেটে যে বড় দুটি জুটি হয়, এ দুই জুটিতেই ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫১ রান করে খুলনা। তৃতীয় উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদ ও রিকি ওয়েসেলস মিলে ৫৩ রানের এবং পঞ্চম উইকেটে ওয়েসেলস ও আরিফুল হক মিলে ৪৭ রানের জুটি গড়েই দলকে অনেকদূর নিয়ে যান। মাহমুদুল্লাহ (৪৪), ওয়েসেলস (৪০) ও আরিফুলের (২৬*) দুর্দান্ত ব্যাটিংয়েই বড় সংগ্রহ গড়ে খুলনা। এবার টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ১৫০ রানের বেশি স্কোর করে খুলনা। বল হাতে স্পিনার তাইজুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট নেন। জবাবে ৪৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বরিশাল। কিন্তু চতুর্থ উইকেটে গিয়ে শাহরিয়ার ও মুশফিক মিলে বড় জুটিই গড়েন। জয়ের আশাও দেখান। কিন্তু ৮৮ রানে গিয়ে মোশাররফ হোসেন রুবেলের বলে শাহরিয়ার (২৮) আউট হতেই দুইজনের ৪৩ রানের জুটি ভাঙ্গে। আর তাতে করে হারের সম্ভাবনাও তৈরি হয়। ৯৮ রান হতেই যখন মুশফিকও আউট হয়ে যান তখন জেতার কোন সম্ভাবনাই যেন থাকে না। শেষ পর্যন্ত তাই হয়। ১৯.৩ ওভারে ১২৯ রান করতেই অলআউট হয়ে যায় বরিশাল। শফিউল ইসলাম একাই ৪ উইকেট নেন। এই ম্যাচটিতে খেলতে নামার আগে দুইদলই ভাল অবস্থানে ছিল। খুলনা ৫ ম্যাচে ৪ জয় পেয়েছিল। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ছিল তারা। সমান পয়েন্ট পেয়েও রানরেটে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের পেছনে পড়ে থাকে খুলনা। ঢাকা, রংপুর, খুলনার পেছনে থাকে আবার বরিশাল। দলটি ৫ ম্যাচে ৩ জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ছিল। খুলনা টুর্নামেন্টে দারুণ খেলছে। বরিশালও তেমনই। এবার বিপিএলের চতুর্থ আসরের নতুন দল খুলনা শুধু দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে হেরেছিল। এছাড়া রাজশাহী কিংস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসকে হারায়। আগের ম্যাচেই ঢাকাকে হারিয়েতো হ্যাটট্রিক জয়ই তুলে নেয় খুলনা। বরিশালকে হারিয়ে টানা চার জয় পায় খুলনা। বরিশাল অবশ্য সেই তুলনায় খুলনার চেয়ে পিছিয়ে থাকে। প্রথম ম্যাচেই ঢাকার কাছে হারে বরিশাল। এরপর অবশ্য টানা তিন ম্যাচে জিতে। কুমিল্লা, রাজশাহী ও চিটাগাংকে হারিয়ে দেয়। পঞ্চম ম্যাচে গিয়ে আবার হার হয়। রংপুরের কাছে হেরে যায়। এবার খুলনার কাছেও হার হয় বরিশালের। স্কোর ॥ বরিশাল বুলস-খুলনা টাইটান্স ম্যাচÑ টস ॥ বরিশাল (ফিল্ডিং)। খুলনা ইনিংস ১৫১/৭; ২০ ওভার (ফ্লেচার ৪, হাসানুজ্জামান ১৯, ওয়েসেলস ৪০, মাহমুদুল্লাহ ৪৪, শুভাগত ০, আরিফুল ২৬*, কুপার ১, তাইবুর ১০; তাইজুল ৩/১৮)। বরিশাল ইনিংস ১২৯/১০; ১৯.৩ ওভার (জীবন ২১, রাব্বি ০, শুভ ১২, শাহরিয়ার ২৮, মুশফিক ৩৫, পেরেরা ০, নাদিফ ৩, এমরিট ১৪, রুম্মন ৯, রনি ২*, তাইজুল ২; শফিউল ৪/১৭)। ফল ॥ খুলনা টাইটান্স ২২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)।
×