ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রতিপক্ষ আজ চাইনিজ তাইপে

প্রকাশিত: ০৬:৪২, ২১ নভেম্বর ২০১৬

বাংলাদেশের প্রতিপক্ষ আজ চাইনিজ তাইপে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএইচএফ’ কাপ হকি প্রতিযোগিতায় শুভসূচনা করা বাংলাদেশের সামনে আজ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ চাইনিজ তাইপে। এ ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন জিমি, চয়নরা। হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। হংকংয়ে চলমান আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গেছে বাংলাদেশ হকি দল। শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারিয়ে শূভসূচনা করে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছেন লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাওয়া হকি দল জয় ছাড়া অবশ্য কিছু ভাবছে না। এই ম্যাচটির পর বুধবার শেষ গ্রুপ ম্যাচে ম্যাকাওয়ের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ হকি দল। এশিয়া কাপ হকির মূলপর্বের টিকেট পাওয়ার লক্ষ্যেই এ টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ। সেরা হতে পারলে এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের আসরে খেলতে পারবেন জাহিদ হোসেন, মামুনুর রহমান চয়ন, রাসেল মাহমুদ জিমিরা। বাছাইপর্বের এ আসরে বাংলাদেশের রেকর্ড বেশ ভাল। ২০০৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর সবশেষ ২০১২ সালেও শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। এবারও নিজেদের গ্রুপে ফেবারিট হিসেবে খেলছে অলিভার কার্টজের দল। চাইনিজ তাইপের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ ভাল। নিকট অতীতে তাইপের কাছে হারেনি বাংলাদেশ। ২০১৩ সালে এশিয়া কাপে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ১১-৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে পেনাল্টি কর্নার (পিসি) স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন চারটি, পুস্কর ক্ষিসা মিমো তিনটি এবং মাইনুল ইসলাম কৌশিক ও রাসেল মাহমুদ জিমি দু’টি করে গোল করেছিলেন। দুইমাস আগে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ অনুর্ধ-১৮ টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের তরুণরা। দীর্ঘদিন পর আবারও হকি দলের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন তারকা ফরোয়ার্ড জিমি। প্রথম ম্যাচে জোড়া গোল করে নিজের যোগ্যতার প্রমাণও রাখেন তিনি। ২০১২ সালেও জাতীয় দলের অধিনায়ক ছিলেন জিমি। সেবারও চ্যাম্পিয়ন হওয়ার পথে চৌকষ নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এবারও তার ওপর আস্থা রেখেছে। এবার বাংলাদেশ দলের সঙ্গে আছেন জার্মান কোচ অলিভার কার্টজ, গেরহার্ড পিটারসহ আরও তিনজন। মাহবুব হারুন আছেন সহকারী কোচ হিসেবে, যিনি এর আগে দু’বার শিরোপা জয়ী বাংলাদেশের কোচ ছিলেন। এশিয়া কাপের মূলপর্বে খেলার জন্য একমাসের ক্যাম্প করে বাংলাদেশ। শুধু তাই নয়, জাতীয় হকি দলের সব ধরনের চাহিদা পূরণের চেষ্টা করেছে ফেডারেশন। আগেরবারের চেয়ে এবারের জাতীয় হকি দলগঠন করা হয় সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। প্লেয়ার সিলেকশন বেশ ভাল হয়েছে বলে মত সংখ্যাগরিষ্ঠের। এই আসরে সফল হতে যুগান্তকারী পদক্ষেপ নেয় বাহফে। ১৯৭২ সাল থেকে যাত্রা শুরু করার পর এ পর্যন্ত তারা কোচিং প্যানেল নিয়ে যা করেনি, এবার সেটাই করে। সম্পূর্ণ কোচিং স্টাফই জার্মানির। অলিভার কার্টজকে হেড কোচ, গেরহার্ড পিটার উপদেষ্টা কোচ, লুজার বিসমান টেকনিকাল এ্যাডভাইজার, এ্যাখিম মেনট্রস ভিডিও এ্যানালিস্ট এবং জুস্ট ক্রুইজেন ফিজিও। বেশ আটঘাট বেঁধে হংকং যাওয়া বাংলাদেশ আজ টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যেই মাঠে নামছে।
×