ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

’১৮ সালের শেষ দিকে সংসদ নির্বাচনের সম্ভাবনা ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৩৭, ২১ নভেম্বর ২০১৬

’১৮ সালের শেষ দিকে সংসদ নির্বাচনের  সম্ভাবনা ॥  মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার সিলেট সফরে এসে সমাবেশে বক্তব্য রাখবেন। তার এ সমাবেশ আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি। রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে আগামী ডিসেম্বরে সিদ্ধান্ত নেয়া হবে। জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে একটু লজিস্টিক সমস্যা আছে। জ্বালানি তেলের দাম কমার বিষয়ে এ মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ করা হবে। সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের ১০ তারিখ পার হয়ে যাবে। কেননা, ৪ থেকে ১০ ডিসেম্বর আমি দেশে থাকব না। এসময় অর্থমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা শাখার সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। আখ ক্ষেতে আগুন দেয়ায় সাঁওতাল পল্লীতে ফের আতঙ্ক আবু জাফর সাবু, গাইবান্ধা থেকে ॥ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে ইক্ষু খামারের সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার দু’সপ্তাহ পর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছিল তখন খামারের আখ ক্ষেতে শনিবারের অগ্নিকা-ের ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এ ঘটনায় সাঁওতাল পল্লীর সাঁওতালদের মধ্যে আবারও নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। কেননা চিনিকলের আখ ক্ষেতে অগ্নিকা-ের ঘটনায় একটি পক্ষ সাঁওতালদের দোষারোপ করতে তাদের উচ্ছেদকৃত বসতি এলাকার আখ ক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছে। আবার সাঁওতালদের ধারণাÑ তাদের নতুন করে ফাঁসাতেই মিল কর্তৃপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আখ ক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছে। চিনিকল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অগ্নিকা-ে ৩৩ বিঘা জমির আখ পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আউয়াল জানান, মিল চালু থাকলে আগুনে পোড়া আখ ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করেও চিনি উৎপাদন করা যেত। কিন্তু মিল বন্ধ থাকায় সেটাও সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে মিলের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। আহত দুই সাঁওতালকে ঢাকায় প্রেরণ ॥ ৬ নবেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতাল, মিল শ্রমিক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মাদারপুর গ্রামের আহত চরণ সরেন ও বিমল কিসকু আবারও গুরুতর অসুস্থ হওয়ায় তাদের শনিবার রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহসভাপতি ফিলিমন বাসকে সাংবাদিকদের এ তথ্য জানান। গৃহহীন সাঁওতালরা এখনও খোলা আকাশের নিচে ॥ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা থেকে উচ্ছেদ হওয়া মাদারপুর ও জয়পুর গ্রামের উদ্বাস্তু সাঁওতালরা খোলা আকাশের নিচে মাদারপুর মিশন গীর্জা সংলগ্ন খোলা মাঠ, গাছ-গাছালির আড়ালে এবং পরিত্যক্ত ঘরের বারান্দায় বসবাস করছেন। অনেকে এই শীতে কুয়াশায় ভিজে অতিকষ্টে কলাগাছের পাতা দিয়ে ঘর বানিয়েও সেখানে থাকছেন। এছাড়া সেখানেই চুলো বানিয়ে রান্না করে খাওয়া-দাওয়া করছেন। কেউ কেউ আবার এই ঘর বানানোর উপকরণ যোগাড় করতে না পেরে খোলা আকাশের নিচেই বসবাস করতে বাধ্য হচ্ছেন। ওই এলাকায় বসবাসকারী সাঁওতালরা খাবার পানি, ল্যাট্টিন ও ইউরেনাল সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন। জেলা প্রশাসন, পুলিশ ও মিল কর্তৃপক্ষের যৌথ সংবাদ সম্মেলন ॥ ৬ নবেম্বরে সংঘটিত ঘটনাবলীর বিষয়ে রবিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম ও রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আউয়াল বক্তব্য রাখেন। ৬ নবেম্বর ঘটনা সম্পর্কে জানানো হয়, সাহেবগঞ্জ খামার এলাকায় কোন উচ্ছেদ অভিযান চালানো হয়নি। প্রথমে আখের বীজ সংগ্রহের জন্য ইক্ষু কর্তন করতে গেলে মিলের শ্রমিক-কর্মচারীদের ওপর আদিবাসীরা তীর-ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ চালায় এবং তাদের কাছ থেকে ইক্ষু ছিনিয়ে নেয়। ওই সময় সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ ও ফোর্সসহ উপস্থিত হলে শত শত আদিবাসী তীর-ধনুক দিয়ে পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এতে ৮ জন পুলিশ সদস্য তীরবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তখন সরকারী সম্পত্তি ও নিজেদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছৃঙ্খল আদিবাসীদের ছত্রভঙ্গ করার জন্য প্রথমে গ্যাসগান পরে শটগানের গুলি ছোড়ে। সংশ্লিষ্ট এলাকায় এখন সাদা পোশাকে ও ইউনিফর্ম পরিহিত পর্যাপ্ত পুলিশ অফিসার ও ফোর্স দিন-রাত নিরাপত্তা ডিউটিতে মোতায়েন রয়েছেন। বর্তমানে ওই এলাকার আদিবাসীরা তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দৈনন্দিন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তাদের সন্তানরা নির্বিঘেœ স্কুলে যাতায়াত করছে ও সকল পরীক্ষায় অংশগ্রহণ করছে। তবে কিছু কিছু সাঁওতাল বিভিন্ন জেলার যেমন দিনাজপুর, রংপুর, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে ফার্ম এলাকায় জমি পাবে বলে দাবি করছে। তারা মাদারপুর, সাহেবগঞ্জ এবং জয়পুর গ্রামে অবস্থান করছে এবং দিনের বেলায় মাদারপুর গীর্জার সামনে অবস্থান করে। তদুপরি এদের মধ্যে অনেকের আবার পার্শ্ববর্তী গ্রামে বাড়িঘর রয়েছে। তারাও দিনের বেলায় এখানে এসে রান্না করে খাচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা হয়েছে। সুতরাং আইন অনুযায়ী যাদের কাছ থেকে জমি নেয়া হয়েছে, তাদের বা অন্য কোন ব্যক্তিকে ওই জমি আর ফেরত দেয়ার কোন সুযোগ নেই। তবে একমাত্র উপযুক্ত আদালত আইনী প্রক্রিয়ার মাধ্যমে যদি সিদ্ধান্ত দেয়, তবেই এর ব্যত্যয় ঘটতে পারে। উল্লেখ করা হয়, মাদারপুর এবং জয়পুর গ্রামে ৩১ জন গৃহহীন সাঁওতাল চিহ্নিত করা হয়েছে। যাদের সরকারী ১৪.২৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত ৪টি আশ্রয়ণ প্রকল্পে গৃহহীন এ সমস্ত সাঁওতালদের পুনর্বাসিত করা হবে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ॥ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে তার দলের ১শ’ জনের একটি প্রতিনিধি দল রবিবার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার সাঁওতাল পল্লী পরিদর্শন করেন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে কাদের সিদ্দিকী বলেন, আমি আশা করব খুব দ্রুত সরকারের বোধদয় হবে। সাঁওতাল সম্প্রদায়ের যেসব জমি দখল করে নেয়া হয়েছে, তা অবিলম্বে ফেরত দেয়ার দাবি জানাচ্ছি। এ জমি উদ্ধারের নামে যাদের হত্যা করা হয়েছে তার বিচার চাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে তার সর্বনাশ করার জন্যই তার দলের লোকজনই এ সমস্ত ঘটনা ঘটিয়ে চলেছে। জেএসডি নেতৃবৃন্দের সাঁওতাল এলাকা পরিদর্শন ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব রবিবার দুপুরে দুর্দশাগ্রস্ত সাঁওতালদের এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমএ গোফরান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্মসম্পাদক আশিষ সরকার, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন এবং জেলা জেএসডি সম্পাদক লাসেন খান রিন্টু। আ স ম আব্দুর রব সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, জনগণের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় ব্যবস্থা অক্ষম। ভোটের রাজনীতির কাছে সকল বন্ধন সম্প্রীতি সৌহার্দ ছিন্নভিন্ন হয়ে গেছে। তিনি বলেন, হাইকোর্টের রায়ের ভিত্তিতেই উদ্ভূত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার দাবি জানান। তিনি ক্ষতিগ্রস্ত সাঁওতালদের তাদের পৈত্রিক জমিতে পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, ইক্ষু খামারের ওই জমি তাদের বাপ-দাদার সম্পত্তি। এটা সরকার বা চিনিকল কর্তৃপক্ষের বাপ-দাদার সম্পত্তি নয়। এছাড়া তিনি এখানে সংঘটিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন। ত্রাণ বিতরণ ॥ এদিকে ত্রাণ বিতরণকালে গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী রবিবার সাঁওতাল পল্লী পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মধ্যে কম্বল বিতরণ করেন। তিনি বক্তব্য রাখার সময় সরকারী জমিতে সাঁওতালদের পুনর্বাসনের কথা বললে উপস্থিত সাঁওতালরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাদের উচ্ছেদকৃত জমিতেই পুনর্বাসনের দাবি জানিয়ে সেøাগান দিয়ে তাৎক্ষণিক ওই এলাকায় মিছিল করতে থাকেন। এছাড়া সাঁওতাল পল্লীতে শনিবার ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি, যুব ইউনিয়ন ও ভূমি রক্ষা সংগ্রাম সংহতি পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ে অসহায় সাঁওতালদের সহায়তা হিসেবে শিশুখাদ্য, চাল, ডালসহ নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে।
×