ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দু’পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া ॥ টেবিল-চেয়ার ভাংচুর

তারেকের জন্মদিনে কেক কাটা নিয়ে বগুড়া ও পটিয়ায় মারামারি

প্রকাশিত: ০৫:৩৬, ২১ নভেম্বর ২০১৬

তারেকের জন্মদিনে কেক কাটা নিয়ে বগুড়া ও পটিয়ায় মারামারি

জনকণ্ঠ ডেস্ক ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের কেক কাটা নিয়ে বগুড়া ও পটিয়ায় দুই গ্রুপে মারামারি, ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বগুড়ায় কেক কাটার টেবিল-চেয়ার ভাংচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মৃদু চার্জ করেছে। পটিয়ায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ায় রবিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা নিয়ে দুই গ্রুপে মারপিট ও ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিবদমান দু’পক্ষকে ধাওয়া ও মৃদু লাঠিচার্জ করে। তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন উপলক্ষে বগুড়া জেলা বিএনপি দুপুর বারোটার দিকে ঘটা করে কেক কাটার আয়োজন করে। শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যাডভোকেট হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, জেলা বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদিন চানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে কেক কাটা শুরু হলে হঠাৎ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষ পরস্পরকে ধাওয়া ও মারপিট শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ধাওয়া ও মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। মারপিট ও ধাওয়া পাল্টাধাওয়ার সময় জন্মদিনের কেক কাটার টেবিলসহ চেয়ার ভাংচুর করা হয়। দু’পক্ষের মধ্যে মারপিটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলে জন্মদিনের কেক নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়। এ সময় দলীয় কিছু নেতাকর্মী জন্মদিনের কেকটি নিয়ে দ্রুত দলীয় কার্যালয়ের ভেতরে চলে যায়। তবে মারপিটের কারণ নিয়ে কেউ মুখ খোলেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কেক কাটার অনুষ্ঠানে সামনের সারিতে যাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত্র হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে কিছুই ঘটেনি, শুধু পুলিশ বাঁশি বাজিয়েছে। নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন নিয়ে চট্টগ্রামের পটিয়ায় বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ শাহজাহান জুয়েল ও একই কমিটির সহ-সভাপতি এনামুল হক এনামের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করতে দলীয় কার্যালয় খুলে না দেয়ায় এনাম গ্রুপের ছাত্রদল নেতারা দলীয় কার্যালয়ের কর্মচারী মোহাম্মদ করিমকে (৪০) পিটিয়ে জখম করেছে। রবিবার বিকেল চারটায় এ ঘটনা ঘটে। দু’পক্ষের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় আশপাশের দোকানপাট কিছুক্ষণ বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যে কোন মুহূর্তে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ শাহজাহান জুয়েল সম্প্রতি বিএনপি ও ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করেন। কয়েকদিন পরেই এনাম-ইদ্রিস যৌথভাবে বিএনপির পাল্টা কমিটি (ফেসবুকে) ঘোষণা করেন। তারেক রহমানের জন্মদিন পালন করতে এনাম গ্রুপের পটিয়া পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কিন্তু গাজী শাহজাহান জুয়েলের নিয়ন্ত্রিত দলীয় কার্যালয় খুলে না দেয়ায় এনাম গ্রুপের ছাত্রদল নেতারা দলীয় কার্যালয়ের নিচে প্রথমে কেক কেটে পরে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনা কেন্দ্র করে জুয়েল-এনাম গ্রুপের ছাত্রদল নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, তারেক রহমানের জন্মদিন পালনের নামে যারা দলীয় কার্যালয়ের কর্মচারী করিমকে পিটিয়েছে তা খুবই দুঃখজনক। করিম দলের দুঃসময়ে দলীয় কার্যালয় খুলেছেন। উপজেলা বিএনপির কোন কর্মসূচী ছিল না। তবে শুনেছি এনাম গ্রুপের গুটিকয়েক লোক করিমকে পিটিয়েছে।
×