ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

আইভীর মনোনয়নপত্র সংগ্রহ ॥ প্রার্থী ঠিক হয়নি বিএনপির

প্রকাশিত: ০৫:৩৬, ২১ নভেম্বর ২০১৬

আইভীর মনোনয়নপত্র সংগ্রহ ॥ প্রার্থী ঠিক হয়নি বিএনপির

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীসহ পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া এ পর্যন্ত সাধারণ সদস্য পদে ১৮২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৩৬ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের পক্ষের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে দলীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন শামীম ওসমানের ঘনিষ্ঠজন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা। অন্যদিকে নির্বাচনের তফসিল ঘোষণার ৬ দিন অতিবাহিত হলেও বিএনপি মেয়র পদে তাদের দলীয় প্রার্থীর সিদ্ধান্ত নিতে পারেনি। নারায়ণগঞ্জ-৫ আসনের জাপা (এ) দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান জানান, যতক্ষণ পর্যন্ত এটা বৈধতা (আওয়ামী লীগ দলীয় প্রার্থী আইভীর মনোনয়ন) হবে কিনা সেই পর্যন্ত আমরা চিন্তা-ভাবনায় আছি। হতে পারে অনেক ধরনের মিসটেক, বৈধতা নাও হতে পারে নমিনেশন ইলেকশন বোর্ডের কাছে। আমাদের একটা প্রস্ততি থাকতেই পারে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচানের রিটার্নিং কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার জানান, মেয়র পদে আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে তার পিএ আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট সুলতান মাহমুদ, কল্যাণ পার্টি থেকে রাশেদ চৌধুরী, এলডিপি থেকে কামাল প্রধান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত সাধারণ সদস্য পদে ১৮২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আইভীর পক্ষে কাজ করার ঘোষণা খোকন সাহার ॥ ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করা হবে বলে জানিয়েছেন শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা। রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। খোকন সাহা জানান, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যাকে ভাল মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন। তিনি আমাদের দলীয় প্রধান। তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। আমরা তার সিদ্ধান্ত মেনে কাজ করব। যেহেতু দল মনোনয়ন দিয়েছেÑ আইভীর পক্ষে কাজ করবেন কিনা? এসব প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই কাজ করব। আইভী আমাদের দলের প্রার্থী। আমরা নির্বাচনে তার পক্ষে অবশ্যই কাজ করব। বিএনপি তাদের প্রার্থী ঠিক করতে পারেনি ৬ দিনেও ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনে বিএনপি মেয়র পদে তাদের দলীয় প্রার্থী গত ৬ দিনেও ঠিক করতে পারেনি। মনোনয়নপ্রত্যাশী যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেনÑ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাবেক সাংসদ এ্যাডভোকেট আবুল কালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তবে বিএনপি হাইকমান্ড গত সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের ৭ ঘণ্টা আগে বসিয়ে দেয়া এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে পুনরায় মেয়র পদে প্রার্থী দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে। কিন্তু তৈমুর আলম খন্দকার এবার নির্বাচন করতে অনীহা প্রকাশ করেছেন। মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, দল প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রে আজ-কালকের মধ্যে সিদ্ধান্ত নেবে। তিনিসহ বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন বলে তিনি জানান। অপর মনোনয়নপ্রত্যাশী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, নির্বাচন করার জন্য দলকে জানিয়েছি। দল আমাদের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে। আশা করছি দল দ্রুত প্রার্থী মনোনয়ন দেবে। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, আমি এবার নির্বাচন করতে আগ্রহী নই। তবে দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করব। এছাড়া দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করব। আমরা চিন্তা-ভাবনায় আছি -সেলিম ওসমান ॥ নারায়ণগঞ্জ-৫ আসনের জাপা (এ) দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান জানান, এটা বৈধ (আওয়ামী লীগ দলীয় প্রার্থী আইভীর মনোনয়ন) হবে কিনা সেই পর্যন্ত আমরা চিন্তা-ভাবনায় আছি। হতে পারে অনেক ধরনের মিসটেক, বৈধতা নাও হতে পারে নমিনেশন ইলেকশন বোর্ডের কাছে। আমাদের একটা প্রস্ততি থাকতেই পারে। একটা প্রস্তুতি জাতীয় পার্টির থাকতেই পারে। জাতীয় পার্টির প্রস্তুতি যদি থেকে যায়, আমি প্রথমেই বলেছি জাতীয় পার্টি অন্যান্যের রাজনীতি করে, সেকরিফাইসের রাজনীতি করে। যেহেতু জাতীয় পার্টির জন্য প্রধানমন্ত্রী এখানে একটা সেকরিফাইস করেছিলেন, যার জন্য আমি সংসদ সদস্য। আমাদের তো একটা সেকরিফাইস দৃষ্টিতে দেখতে হবে। তিনি যাকে সিলেক্ট করে দেবেন, সেখানে আমরা কতটুকু সাপোর্ট দেব, যখন এটা ঠিক হবে, অন্য দলের থেকে কেউ নির্বাচন করছেন কিনা। আমি ব্যক্তিগতভাবে বলব, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমাদের সিদ্ধান্ত কয়েক মিনিটের ব্যাপার। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী বিউটির মনোনয়নপত্র সংগ্রহ ॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে নিহত নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি রবিবার দুপুরে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি তার এক আত্মীয়কে দিয়ে জেলা নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করে সেলিনা ইসলাম বিউটি বলেন, এলাকাবাসী আমাকে ভোট দিয়ে আরেকবার সুযোগ দিলে আমার নিহত স্বামী নজরুল ইসলামের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব। তরুণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ॥ নাসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে প্রায় শতাধিক তরুণ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ৭৫ হাজার নতুন ভোটার প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যেমে তরুণ নেতৃত্ব গড়বে। এ নতুন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তরুণ প্রার্থীরা নতুন প্রত্যাশার বাণী শুনিয়ে ভোট নেয়ার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
×