ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাইটিংগেল রেস্তরাঁর ম্যানেজারসহ দুজনের আত্মহত্যা

লালবাগে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী আটক

প্রকাশিত: ০৫:৩৬, ২১ নভেম্বর ২০১৬

লালবাগে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে এক রেস্তরাঁ ম্যানেজারসহ দু’জন আত্মহত্যা করেছে। কদমতলীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। লালবাগে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক এনজিও কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, রামপুরায় আব্দুল জলিল (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত জলিল বিজয়নগরের নাইটিঙ্গেল রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী নাসরিন আক্তার জানান, তারা পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২৩৬ নম্বর নিজ বাসায় ছয়তলায় থাকেন। জানান স্বামী আব্দুল জলিল অতিরিক্ত জেদি ছিলেন। কোন বিষয়ে কথা-কাটাকাটি হলেই তিনি আত্মহত্যার চেষ্টা করতেন। রবিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকটি হয়। পরে অভিমান করে তিনি ঘরের বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। নাসরিন আক্তার দাবি করেন, অনেকক্ষণ ডাকাডাকি করে দরজা না খোলায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে দেখি তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে তাকে উদ্ধার করে দুপুর বারোটার দিকে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেলে জলিলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মোহাম্মদপুরে মেহেদী হাছান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম মমতাজ আলী। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামে। তিনি স্ত্রী ইসরাত জাহানের সঙ্গে মোহাম্মদপুরের বছিলার উত্তরপাড়া এলাকার একটি ভবনের চতুর্থতলায় ভাড়া থাকতেন। মোহাম্মদপুর থানার এসআই সুমিত সাহা জানান, রবিবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ বছিলার উত্তরপাড়া ওই বাসা থেকে মেহেদী হাছানের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই সুমিত সাহা জানান, পারিবারিক কলহের জেরে মেহেদী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু ॥ কদমতলীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ ফয়জুল্লাহ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের ছেলে সোহেল জানান, রবিবার বিকেলে শনির ৮১১ নম্বর বাড়ির নির্মাণাধীন তৃতীয় তলায় নির্মাণ কাজের তদারকি করছিলেন বাবা ফয়জুল্লাহ। এ সময় একটি রড পাশের ইলেকট্রিক লাইনের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। ওই রডে স্পর্শ করায় বাবা বিদ্যুতস্পৃষ্ট হন। পরে বাবাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, পরে ফয়জুল্লাহের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। শিশু যৌন নিপীড়ন ॥ লালবাগের শহীদ নগর এলাকায় ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফুয়াদ (২৫) নামে এক এনজিও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরেরদিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে। শিশুটির প্রতিবেশী ফয়সাল আহমেদ জানান, শিশুটির বাবা রিক্সাচালক। মা অন্যের বাসায় কাজ করেন। শনিবার বিকেলে মা-বাবা দুজনই কাজে বাইরে থাকায়। রাতে এলাকার সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিওর মাঠকর্মী ফুয়াদ শিশুটির বাসায় কিস্তির টাকা উঠাতে আসে। এ সময় শিশুটিকে বাসায় একা পেয়ে তাকে যৌননিপীড়ন করে ফুয়াদ। পরে রাতে শিশুটির বাবা-মা বাসায় আসে। পরে শিশুটি তার মার কাছে ঘটনা খুলে বলে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার সকালে শিশুটির বাবা যৌন নিপীড়নের অভিযোগ এনে লালবাগ থানায় মামলা দায়ের করেন। যার নম্বর ২০। ওই মামলার পরিপ্রেক্ষিতে ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফুয়াদ স্থানীয় সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিওর মাঠকর্মী হিসেবে কাজ করতেন। ওসিসি’র সমন্বয়কারী ডাঃ বিলকিস বেগম জানান, শিশুটির ফরেনসিক টেস্ট করানো হচ্ছে। তার গায়ে কামড়ের দাগ আছে। আগুন ॥ উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে। পরে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখানে উদ্ধারের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
×