ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৫:৩০, ২১ নভেম্বর ২০১৬

মিয়ানমারে রোহিঙ্গাদের  ওপর নির্যাতনের  প্রতিবাদ ঢাবি  শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেদেশের সেনাবাহিনীর নির্মম নির্যাতনের ঘটনায় নির্বাক প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ‘স্টপ জেনোসাইড’ শিরোনামে এক মূকাভিনয় প্রদর্শনীর মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন এই কর্মসূচীর আয়োজন করে। দুটি গল্পের সমন্বয়ে এ মূকাভিনয় প্রদর্শন করা হয়। প্রথমটিতে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু এবং সাঁওতাল সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার চিত্র ফুটিয়ে তোলা হয়। আর দ্বিতীয় গল্পে মিয়ানমারে রাখাইন রাজ্যের বিপর্যস্ত মানবিক অবস্থা, সেনাবাহিনীর নৃশংসতা, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের বাস্তবতা ও বিশ্ব মোড়লদের নীরবতার চিত্র তুলে ধরা হয়। মূকাভিনয় প্রদর্শনীর নির্দেশনায় ছিলেন ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশনের পরিচালক মীর লোকমান। বিভিন্ন চরিত্রে মূকাভিনয় করেন বিশ্বজিৎ চক্রবর্তী, এমরান হোসেন, গাজী মেহেদী, আল আমিন, মৌসুমী মৌ, সাইফুল্লাহ সাদেক ও মীর লোকমান। প্রদর্শনী শেষে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। শিক্ষকদের পক্ষ থেকে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি রোজারিও বক্তব্য রাখেন। তিনি বলেন, সমগ্র বিশ্বের সকল ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে থাকুক। মিয়ানমারে চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশনের সভাপতি শাহরিয়ার শাওন, মাইম এ্যাকশনের পরিচালক মীর লোকমান ও শিক্ষার্থী রায়হান রাহীসহ অনেকেই। মীর লোকমান বলেন, আমরা শুধু মুসলমান নয় একজন মানুষ হিসেবে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের প্রতিবাদ অমানবিকতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে বলছি, শিল্পী সমাজের প্রতিনিধি হিসেবে বলছি, ’হে বিশ্বের মানুষ সকল, আপনারা আওয়াজ তুলুন এই বর্বরোচিত মানবতাবিরোধী অপরাধের বিপরীতে’।
×