ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৪:১১, ২১ নভেম্বর ২০১৬

প্রতিবাদ

গত ১৫ নবেম্বর বিভিন্ন পত্রিকা ও বার্তা সংস্থায় সিনিয়র শিল্প সচিবের প্রেস ব্রিফিং উপলক্ষে পরিবেশিত তথ্য সম্পর্কে শিল্প মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের একাংশে সাঁওতাল জনগোষ্ঠীর দু’জনের মধ্যে একজন খাট থেকে পড়ে মারা গেছে বলে সিনিয়র শিল্প সচিবকে উদ্ধৃত্ত করে যে তথ্য পরিবেশিত হয়েছে, তা আদৌ সঠিক নয়। এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বিধায়, শিল্প মন্ত্রণালয়ের স্পষ্ট বক্তব্য হচ্ছেÑ গোটা সংবাদ সম্মেলনের কোথাও সিনিয়র শিল্প সচিব সাঁওতালদের কেউ খাট থেকে পড়ে মারা গেছেন বলে তথ্য দেননি। এ বিষয়ে কোন অস্পষ্টতা থাকলে তা যে কেউ পুনরায় শুনে যাচাই করে নিতে পারেন। এ ধরনের তথ্য ভ্রমের কারণে ঘটনা সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই জনস্বার্থে ভুল সংশোধন করে একটি বিবৃতি প্রকাশ করা হলে সব ধরনের বিভ্রান্তির অবসান করবে বলে শিল্প মন্ত্রণালয় আশা করছে। বিজ্ঞপ্তি
×