ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এনএসইউ’র আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপ্তি

প্রকাশিত: ০৪:১১, ২১ নভেম্বর ২০১৬

এনএসইউ’র আন্তর্জাতিক  ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপ্তি

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের আয়োজনে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৬’ শেষ হয়েছে। সম্মেলনে এবারের বিষয় ছিল ‘বিশ্বশান্তি পুনর্প্রতিষ্ঠা’। আফগানিস্তান, ভারত, নেপাল ও পাকিস্তান থেকে ৫০ জন প্রতিনিধিসহ দেশের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিশ্বশান্তি পুনর্প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা ও বিতর্কে অংশ নেন। শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের উপ-মিশন প্রধান স্যালি-এ্যানি ভিনসেন্ট এবং সম্মানিত অতিথি ছিলেন ইউনাইটেড নেশনস ইনফর্মেশন সেন্টার (ইউএনআইসি) বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মাদ মনিরুজ্জামান। -বিজ্ঞপ্তি
×