ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন প্রজন্মের মধ্যে ভাসানীর আদর্শ ছড়িয়ে দিতে হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:১০, ২১ নভেম্বর ২০১৬

নতুন প্রজন্মের মধ্যে ভাসানীর আদর্শ ছড়িয়ে দিতে  হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রজন্মের মধ্যে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা লড়েছেন তাদের নেতৃত্বে ছিলেন মওলানা ভাসানী। যিনি জনগণের জন্য রাত দিন পরিশ্রম করে গেছেন। তিনি বলেন, মওলানা ভাসানীর আদর্শের অনুসারী ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর সেই আদর্শ ধারণ করেছেন তারই পুত্র তারেক রহমানও। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে ভাসানীর আদর্শের অনুসারী হতে হবে, তার চেতনা ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিএনপি মহাসচিব রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, মওলানা ভাসানী আমাদের কাছে অনেক বড়মাপের রাজনীতিক। তিনি এ দেশের মানুষের মুক্তির জন্য লড়েছেন। দুঃখে কষ্টে তিনি মানুষের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়েছেন। তার টাকা-পয়সা ছিল না। তবে মানুষের প্রতি ছিল অকৃত্রিম ভালবাসা। যা দিয়ে সবার মাঝে অমর হয়ে আছেন তিনি। বাংলাদেশ যতদিন থাকবে, এ দেশের মানুষ যতদিন থাকবে মওলানা ভাসানী ততদিন বেঁচে থাকবেন।
×