ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৫, ২১ নভেম্বর ২০১৬

টুকরো খবর

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মিরকাদিমে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার রিকাবীবাজার পুরনো কাউন্সিল প্রাঙ্গণে এর ভিত্তি ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও স্থানীয় সাংসদ এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এ উপলক্ষে পৌর ভবন মাঠে আলোচনায় মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আনোয়ার আলী, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ, নারায়ণগঞ্জ জেলার রূপনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী, মিরকাদিম পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জেবিন সুলতানা, পৌর কাউন্সিলর আবজাল হোসেন, আব্দুল মজিদ ও আবু তাহের প্রমুখ। চট্টগ্রামে ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার সকালে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ডবলমুরিং পুলিশ এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। পুলিশ তার নাম জালাল উদ্দিন সুলতান বলে নিশ্চিত করেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম। নিখোঁজের বিশ ঘণ্টা পর ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার হলো। পুলিশ জানায়, জালাল উদ্দিন সুলতান আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের সুলতান আহমদের পুত্র। নিহত জালালের একটি অফিস আছে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায়। পুলিশ জানায়, গত শনিবার সকালে জালাল তার অফিসে যান। দুপুরে ভাত খাওয়ার জন্য অফিস থেকে বের হন। এরপর থেকে তার হদিস মিলছিল না। মোবাইলও বন্ধ পাওয়া যায়। রবিবার সকালে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৯ নম্বর সড়কের শেষপ্রান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পায় লোকজন। পুলিশকে খবর দেয়া হলে বস্তা খোলার পর দেখা যায় লাশ। স্থানীয় লোকজন ও তার আত্মীয়স্বজন জালাল উদ্দিনকে নিশ্চিত করে। কিন্তু কি কারণে এ হত্যা এবং কারা এর সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। বীরাঙ্গনা মাতাদের সম্মানী প্রদান স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে বীরাঙ্গনা মাতাদের সম্মানী ভাতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে আগামী নির্বাচনে নির্বাচিত করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকা-ের চিত্র তুলে ধরে পৌরসভার উন্নয়নে সরকারের সকল সহযোগিতার আশ্বাস দেন। সিরাজগঞ্জ পৌরসভা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। প্যানেল মেয়র হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। সমাবেশে হতদরিদ্রদের নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদানসহ পৌরসভার হলরুমেরও উদ্বোধন করা হয়। এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলীর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মহাশ্মশানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মজুরি বৃদ্ধি দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ নবেম্বর ॥ মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও চিনিকলের অধীনে বাণিজ্যিক ও পরীক্ষামূলক খামার শ্রমিকরা। রবিবার সকালে ইক্ষু খামার শ্রমিকের ব্যানারে শতশত শ্রমিক স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক সুরুজ মোহাম্মদ, মাহিন চন্দ্র, রাকেশ, ভূপেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ৮ ঘণ্টা পরিশ্রমের পর সুগারমিল কর্তৃপক্ষ তাদের ১৬৫ টাকা মজুরি প্রদান করে যা দিয়ে তাদের সংসার চলে না। মাগুরায় স্কুলে হামলা ॥ আটক ১০ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২০ নবেম্বর ॥ সদর উপজেলার কাটাখালী হাইস্কুলের প্রধান শিক্ষকের কক্ষে হামলা, তাকে লাঞ্ছিত ও ভাংচুরের ঘটনায় শনিবার রাত ১০টার দিকে পুলিশ ১০ জনকে আটক করেছে। কাটাখালী বাজারের একটি ঘরে আলোচনার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এদের মধ্যে ৫ জন আসামি রয়েছে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার কাটাখালী হাইস্কুলের ৪র্থ শ্রেণীর এক কর্মচারীর উক্ত বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েক যুবক হাইস্কুলের প্রধান শিক্ষক বিমল চন্দ্রের কক্ষে শনিবার হামলা ও ভাংচুর করে এবং প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। গাজীপুরে ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার ‘জাগ্রত চৌরঙ্গী’র পাদদেশে ও আশপাশের এলাকায় রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল পৌনে ১০টা থেকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহিরুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। চাল থেকে পড়ে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২০ নবেম্বর ॥ ভোলার চরফ্যাশন বাজার আবাসিক হোটেল এ আলী সংলগ্ন সুমনের দোকানের টিনের চাল থেকে পড়ে আবুল কাশেম খনকার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে চরফ্যাশন থানা পুলিশ লাশ উদ্ধার করেন। চরফ্যাশন থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে শনিবার রাত ৩টার সময় টিনের চালে উঠে পাঁ ফসকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। বিস্ফোরক উদ্ধার স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ কানাইঘাটের লোভাছড়া সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা দ্রব্যাদির মধ্যে রয়েছে-৬টি বিস্ফোরক, ৪টি ফিউট এবং ২ ফুট লম্বা তার। ৪১ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় কালিজুড়ী ব্রিজ বিজিবির টহল দলে পৌঁছলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে কাগজে মোড়ানো অবস্থায় এ সব বিস্ফোরক উদ্ধার করে। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে পানিতে ডুবে সারাফাত হোসেনের (৮ মাস) মৃত্যু হয়েছে। সে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের জামাল তালুকদারের ছেলে। বয়রাগাদী ইউপি চেয়ারম্যান অ ালাউদ্দিন গাজী জানান, রবিবার সকালে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেনি। লোকজন খোঁজাখুঁজির পর ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে। ছিনতাই হওয়া রড উদ্ধার নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২০ নবেম্বর ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে ছিনতাই হওয়া রডবোঝাই ট্রাক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া এলাকা থেকে উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার নেতৃত্বে গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়ার পৃথক তিনটি স্থান থেকে ২০ টন রড উদ্ধার করা হয়। আক্তার হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আক্তার হোসেন (৩০) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বড় বাউশিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। গত ১৮ নবেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে ২০ টন রডবোঝাই ট্রাকটি ছিনতাই হয়। নেত্রকোনায় ১০ টাকা কেজির চাল জব্দ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২০ নবেম্বর ॥ দশ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় স্থানীয় জনতা দুটি ট্রলিবোঝাই প্রায় ১৫ বস্তা চাল আটক করেছে। রবিবার এ ঘটনা ঘটেছে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারে। জানা গেছে, নায়েকপুর ইউনিয়নের সিংহেরবাজারের ডিলার দেলোয়ার হোসেন রবিবার ১৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি বাজারে পাঠাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা দুটি ট্রলিবোঝাই ১৫ বস্তা চাল আটক করে প্রথমে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানকে খবর দেন। দুই মাদক বিক্রেতাকে জরিমানা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার রাতে ঈশ্বরদীর ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক বিক্রেতাকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ এ রায় ঘোষণা করেছেন। শনিবার সকালে রাজিব নামের এক যুবক মদ নিয়ে পাকশীতে যাচ্ছিল । এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। বাল্যবিয়ে ॥ মেয়ের বাবা আটক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ নবেম্বর ॥ সপ্তম শ্রেণীর ছাত্রী শারমিনকে বিয়ে দেয়ার ঘটনায় তার বাবা খোকনকে পুলিশ আটক করেছে। রবিবার দুপুরে খোকনকে আটক করা হয়। নাওভাঙ্গা সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী শারমিনকে দুদিন আগে গোপনে বিয়ে দেয়া হয় মর্মে স্থানীয়রা এবং মাদ্রাসা শিক্ষকরা গণমাধ্যমকর্মীদের জানায়। তারা পুলিশকে জানালে পুলিশ গিয়ে খোকনকে আটক করে নিয়ে আসে। খোকনের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামে। স্কুলব্যাগ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ নবেম্বর ॥ রবিবার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্কুল, কলেজ এবং মাদ্রাসায় চেয়ার এবং প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এলজিএসপির অর্থায়নে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের উদ্যোগে কোলা ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ার ও স্কুলব্যাগ বিতরণ করেন, কোলা ইউপি চেয়ারম্যান এস্কেন্দার মির্জা বাচ্চু।
×