ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৪

প্রকাশিত: ০৪:০৩, ২১ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা, ফরিদপুরে গৃহবধূ, দিনাজপুরে সাইকেলচালক ও ঝালকাঠিতে শিশু নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম সাইদুর রহমান। তিনি ব্র্র্যাক ব্যাংক কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক। রবিবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ২০ যাত্রী আহত হয়। নিহত সাইদুর রহমানের বাড়ি মাগুরা জেলায়। পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সোহেলী ও হানিফ পরিবহনের দুইটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারের কাছে একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোহেলী পরিবহনের বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের দল উল্টে যাওয়া বাসের ভেতর থেকে ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমানের লাশ উদ্ধার করে। ফরিদপুর ॥ মধুখালীতে মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন মাহফুজা বেগম (৪০) নামে এক গৃহবধূ। শনিবার রাত ৮টার দিকে মধুখালী উপজেলার ছোন্দাহে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। মাহফুজা বেগম মাগুরা জেলার শ্রীপুর থানার নাকোল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ বড় বোনকে দেখে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে নিজ বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর ॥ রবিবার দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেলচালক নিহত হয়েছেন। দুপুর আড়াইটায় সদর উপজেলার লক্ষ্মীতলায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন নারায়ণ চন্দ্র বিষু (২০)। নিহত বিষু সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় গ্রামের শিবেন চন্দ্রের পুত্র। সড়ক দুর্ঘটনার পরপরই দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে অবরোধের জন্য যান চলাচল বন্ধ হয়। পরে পুলিশ গিয়ে গ্রামবাসীদের আশস্ত করলে অবরোধ তুলে নেয়া হয়। ঝালকাঠি ॥ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে রবিবার দুপুর ২টায় তৈলবাহী একটি ট্যাংকলরির চাপায় পিষ্ট হয়ে রাবিয়া (৫) নিহত হয়েছে। সে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বৌ বাজারের নাসির হাওলাদারের কন্যা। জানা গেছে, নিহত রাবিয়া তার ভাই পিএসসি পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে পরীক্ষা শেষে অটো বাইকযোগে বাসায় ফিরছিল। এ সময় পেছন থেকে অটোবাইকে আরেকটি অটোবাইক ধাক্কা দেয় অটোবাইকের পাশে বসা থাকা রাবিয়া ছিটকে রাস্তায় পড়ে যায় এ সময় ট্যাংক লরিটি পেছনের চাকায় রাবিয়াকে পিষে দেয়। তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
×