ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৩, ২১ নভেম্বর ২০১৬

টুকরো খবর

পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ নবেম্বর ॥ নদীপথে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, শ্রমিক নির্যাতন ও বালুমহাল ইজারাদারদের হাতে হয়রানি বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে নৌযান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ৫নং ঘাটের শীতলক্ষ্যার তীরে এসে শেষ হয়। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের আওতাধীন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সরদার আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এ সময় উপস্থিত আব্দুল ওয়াহেদ মাস্টার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জাকির হোসেন চুন্নু মাস্টার, মোফাজ্জল হোসেন মাস্টার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, মুরাদ মাস্টার। সন্ত্রাসী গ্রেফতার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২০ নবেম্বর ॥ পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সরকার আরিফুর রহমানকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে সাংবাদিকরা রবিবার মানববন্ধন করেছেন। পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। পাবনা প্রেসক্লাব, পাবনা রিপোর্টার্স ইউনিটি, পাবনা সংবাদপত্র পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখিনুল ইসলাম রেমন, পাবনা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি কৃষ্ণ ভৌমিক, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহিদুর রহমান, দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহবুবুর রহমান প্রমুখ। রাখাল নিহতের ঘটনায় তিন মামলা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কুশখালি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু রাখাল মোসলেম নিহতের ঘটনায় ১২ জনকে আসামি করে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহত মোসলেম উদ্দীনের স্ত্রী মারুফা খাতুন বাদী হয়ে চারজনের নামে মামলা দায়ের করেন। অপরদিকে, একই সময়ে বিজিবি বাদী হয়ে আরও আটজনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যা মামলার আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কাউনডাঙ্গা গ্রামের গরু চোরাকারবারি সাইদুর রহমান, একই গ্রামের আলি হোসেন, হাছান সরদার ও হওয়ালখালি গ্রামের আরিফুর রহমানসহ ১২ জন। মামলার এজাহারে বলা হয়, ১৫ নবেম্বর মঙ্গলবার আসামিরা মারুফা খাতুনের স^ামী মোসলেম উদ্দীনকে ভারত থেকে গরু আনার জন্য নিয়ে যায়। শেষ রাতে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাকে কুশখালি সীমান্তের বিপরীতে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীর হুমকিতে মুক্তিযোদ্ধা এলাকা ছাড়া নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২০ নবেম্বর ॥ সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সন্ত্রাসী ও চাঁদাবাজ বাবুল ও আলাউদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী সাহাবউদ্দিন। রবিবার সকালে লক্ষ্মীপুর শহরের স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, শেখপুর গ্রামের সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুলুমবাজ মোতাসির উদ্দিন বাবুলসহ আলাউদ্দিন চন্দ্রগঞ্জ বাজারে তাঁর ক্রয়কৃত সম্পত্তিতে গড়ে তোলা সোনালী সুপার মার্কেটের ব্যবসায়ী ও ওই মার্কেটে অবস্থিত সোনালী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখা ম্যানেজার থেকে ভাড়া আদায়ে বাধা সৃষ্টি করে যাচ্ছে। এতে তার প্রতিবছর ৪ লাখ টাকা ক্ষতি হচ্ছে। এছাড়া গ্রামের বাড়ি শেখপুরে বাড়ি, পুকুর, বাঘার ও ধানী জমি জবরদখল করে রেখেছে। কিছু ধানি জমিতে জোরপূর্বক মাটি কেটে পুকুর বানিয়ে ফেলেছে। সন্ত্রাসী বাবুল মালিক সেজে মার্কেটের দোকান ভাড়া দিয়ে ভাড়াটিয়াদের থেকে অগ্রিম ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের অব্যাহত নির্যাতন ও হুমকি ধমকির কারণে পরিবার পরিজন নিয়ে তিনি অন্যত্র বসবাস করছেন। যে কোন মুহূর্তে তারা তাকে হত্যাসহ গুম খুন করতে পারে এ আতঙ্কে রয়েছেন তিনি। হামলাকারীর শাস্তি দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। রবিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধনের আয়োজন করে। এতে উপজেলার মুক্তিযোদ্ধারাসহ আবদুস সোবহানের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা অংশ নেন। উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী। গোদাগাড়ী পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফরাদ আলী মিয়া, সাবেক কমান্ডার সাইদুর রহমান, ডেপুটি কমান্ডার শাহাদুল হক মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান প্রমুখ। বগুড়ায় গুলিবিদ্ধ দুই ডাকাত স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া এলাকায় শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলিবিনিময় হয়েছে। এ সময় আব্দুল আলীম ও ফুলবর ওরফে রনি নামে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। ডাকাতদের ধরতে গিয়ে আবুবক্কর ও তৌহিদুল ইসলাম নামে দুই পুলিশ কনস্টেবল আহত হন। পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাতদলের একটি গ্রুপ কর্নিপাড়া বাজারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি করে। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে গ্রেফতার করে। গুলিবিনিময়ের পর পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া চাকু, ডেগারসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। গুলিবিদ্ধ দুই ডাকাতকে বগুড়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই পুলিশ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কলেজ সরকারীকরণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজ সরকারীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে কলেজের শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপাধ্যাক্ষ এল জাকির হোসেন, সহকারী অধ্যাপক সিতাংশু কুমার সমাজপতি, প্রভাষক শিউলি রানী মজুমদার, মনিরুজ্জামান, সাহানাজ পারভীন, সেখ হেকমত আলী, ঝুননুন নাহার, আব্রাহাম আলী প্রমুখ। পটিয়ায় মন্দিরে চুরি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২০ নবেম্বর ॥ মন্দিরে চুরির ঘটনা বেড়েছে। প্রতি রাতেই কোথাও না কোথাও সংঘবদ্ধ চোরেরা মন্দিরের তালা কেটে প্রবেশ করে দানবাক্সের অর্থ, মূল্যবান মূর্তি ও পূজার সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে। শনিবার গভীর রাতে পৌর সদরের সুচক্রদ-ী গ্রামের পল্লী মঙ্গল সমিতির শিব মন্দির থেকে দানবাক্সের টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। মন্দিরের পাশে বৌদ্ধ বিহারের সিসি ক্যামরায় ৩টা ৫২ মিনিটে ভিডিও ফুটেজে চুরির দৃশ্য রেকর্ড হয়েছে। এই চুরির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। এর আগে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের জনার্দ্দন ঠাকুর বাড়ি থেকে প্রাচীন মূর্তি, সুচক্রদ-ী রাম ঠাকুর সেবাশ্রম, সুচক্রদ-ী বৈদ্যের কালী বাড়িসহ উপজেলার বিভিন্ন পূজাম-প থেকে তামা-পিতলের জিনিস চুরির ঘটনা ঘটছে। সার্ভেয়ার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২০ নবেম্বর ॥ মেহেরপুর ভূমি অফিসের সার্ভেয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারী খাস জমি প্রকৃত মালিকদের না দিয়ে ভুয়া মালিকদের নামে বরাদ্দ দেয়ার অভিযোগে আব্দুল মজিদ নামের ওই সার্ভেয়ারকে রবিবার দুপুরে মেহেরপুরের আমঝুপি বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। দুদক সূত্র জানায়, মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে সরকারী খাস খতিয়ানভুক্ত জমি তৎকালীন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া ইসলামের স্বাক্ষর জাল করে ১৮টি দলিল প্রকৃত ভূমিহীনদের মধ্যে না দিয়ে অর্থের বিনিময়ে তা অন্যদের বরাদ্দ দেয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের হলে রবিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। দুই কসাইয়ের অর্থদ- স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে দুই কসাইকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে নগরীর শালবাগান মোড়ের মাংসপট্টি থেকে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে তাদের অর্থদ- দেয়া হয়। দ-প্রাপ্ত দুই কসাই হলেন, নগরীর শিরোইল কলোনি এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ আলী (৪০) ও ইয়াসিন আলীর ছেলে ওয়াটার আলী (২৪)। পুলিশ জানায়, রাতে ওই দুই কসাই শালবাগান বাজারে গরুটি জবাই করে চামড়া আলাদা করার কাজ করছিলেন। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের আটক করা হয়। শিশু নির্যাতন রোধে র‌্যালি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে শিশু একাডেমিভিত্তিক সরকারী শিশু সংগঠন জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে রবিবার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ থেকে একটি র‌্যালি কলেজ মোড় হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে কুড়িগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন প্রমুখ। নাসিরনগরে ত্রাণ বিতরণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুরে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক ও ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে আর্থিক সহায়তা ছাড়াও চাল, ডাল, তেল, হাঁড়ি-পাতিলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব জাকারিয়া খালেদ। এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব প্রমুখ।
×