ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৪:০২, ২১ নভেম্বর ২০১৬

শিশুর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার রহমতপুর বিমানবন্দরে খালুকে বিমানে উঠিয়ে দিতে গিয়ে রবিবার সকালে ১৮ মাসের এক শিশু রহস্যজনকভাবে মারা গেছে। অভিভাবকরা বলছেন, বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকায় লাইটপোস্টে হাত দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ওই শিশুটি মারা গেছে। আর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে পোস্টের বিদ্যুতপৃষ্টের অভিযোগ তোলা হয়েছে সে পোস্টে ছয় মাস ধরে বিদ্যুত সংযোগই নেই। মৃতের নাম আইমান। সে বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের দুবাই প্রবাসী সোহাগ হোসেনের পুত্র। নিহতের মা আঁখি বেগম ও খালা ঝর্ণা বেগম জানান, মৃতের খালু ইউনুস গাজী বিদেশে যাবেন। ঢাকায় যাওয়ার জন্য রবিবার সকালে বরিশালের রহমতপুর বিমানবন্দর থেকে তাকে বিমানে উঠিয়ে দেয়ার জন্য তারা আসেন। এ সময় ১৮ মাসের শিশু আইমান খেলার ছলে বিমানবন্দরের পার্কিং এলাকায় একটি লাইটপোস্টে হাত দিলেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে সে আহত হয়। তাৎক্ষণিক তাকে শেবাচিম হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসকরা বেলা ১২টার দিকে আইমানকে মৃত বলে ঘোষণা করেন।
×