ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০১, ২১ নভেম্বর ২০১৬

রামেক হাসপাতালে  দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার বেলা সাড়ে ১০টায় নগরীর অলকার মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সভা থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চিকিৎসার নামে চিকিৎসকদের দুর্ব্যবহার, ভুল চিকিৎসা ও বাণিজ্য বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। প্রয়োজনে হাসপাতাল ঘেরাও করার ঘোষণা দেয়া হয়। প্রতিবাদ সভা থেকে ইন্টার্ন চিকিৎসকদের সন্ত্রাসী কর্মকা- বন্ধের দাবি, রোগীর স্বজনদের ওপর সশস্ত্র হামলা, রোগীর স্বজনদের আটক করে পুলিশে সোপর্দ ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে রোগীর প্রতি সহনশীল আচরণ করার দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালের অব্যবস্থাপনা, খাদ্যে দুর্নীতি, ওষুধ চুরি, নার্স কর্মচারীদের অশুভ আচরণ ও দায়ী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী ১৫ দিনের মধ্যে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। সমাবেশে সম্প্রতি ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার পবা উপজেলার মদনহাটি গ্রামের স্বামীহারা গৃহবধূ রাহেমা ও তার ছেলেরাও অংশ নিয়ে হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিচার দাবি করেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি রাজশাহী চেম্বারের পরিচালক হারুনার রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেব প্রমুখ।
×