ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাস ও হত্যার বিচার করে দেশকে পাপমুক্ত করতে হবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:০১, ২১ নভেম্বর ২০১৬

সন্ত্রাস ও হত্যার  বিচার করে দেশকে  পাপমুক্ত করতে হবে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নৌ-পরিবহনমন্ত্রী মোঃ শাজাহান খান এমপি বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস ও গণহত্যার বিচার করে দেশকে পাপমুক্ত করতে হবে। ’৭১ সালের গণহত্যা ও বঙ্গবন্ধু হত্যার যেমনি বিচার হয়েছে, তেমনি ২০১৩, ’১৪ ও ’১৫ সালের গণহত্যাকারীদের বিচার এবং পাকিস্তানের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। সভায় জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা।
×