ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনএসএ প্রধানের অপসারণ চায় পেন্টাগন

প্রকাশিত: ০৩:২৮, ২১ নভেম্বর ২০১৬

এনএসএ প্রধানের অপসারণ চায় পেন্টাগন

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান এ্যাডমিরাল মাইকেল রজার্সকে সরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর চাপ দিচ্ছেন। মার্কিন গণমাধ্যমের খবরে শনিবার একথা বলা হয়েছে। এমনকি ট্রাম্পের প্রশাসনে একটি উর্ধতন পদের জন্য রজার্সকে ভাবা হচ্ছে। খবর এএফপির। হাউস ইন্টেলিজেন্স কমিটি চেয়ারম্যান ডেভিন নানস প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার ও জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারকে চলতি বছর শেষ হওয়ার আগেই রজার্সের কার্যক্রম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রজার্সকে সরিয়ে দেয়ার প্রচেষ্টার পেছনে প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার ও জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপার রয়েছেন বলে খবর বেরিয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে রজার্সকে বিবেচনা করছেন বলে জানা গেছে। ট্রাম্প তাকে মনোনীত করলে এবং সিনেটে তা পাস হলে তিনি ক্ল্যাপারের স্থলাভিষিক্ত হবেন। জাতীয় গোয়েন্দা পরিচালক তার কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত দেশের মোট ১৬টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
×