ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে কপ্টার বিধ্বস্ত, ৪ পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৩:২৬, ২১ নভেম্বর ২০১৬

ব্রাজিলে কপ্টার বিধ্বস্ত,  ৪ পুলিশ কর্মকর্তা  নিহত

ব্রাজিলের দ্বিতীয় জনবহুল নগরী রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে সিটি অব গড বস্তি এলাকায় শনিবার পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে চার কর্মকর্তা নিহত হয়। কপ্টারটি বস্তি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশী অভিযানে সহায়তা দিচ্ছিল। ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের একদিন পর এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, আমরা এখনও এই ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারিনি। কারণ উদঘাটনে তদন্ত শুরু হবে। এর আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলের কাছে সিদাদে ডি দেউস এলাকায় অভিযান চালিয়েছে বলে তিনি নিশ্চিত করেন। ঘন জনবসতিপূর্ণ এলাকাটিতে দিনব্যাপী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ ঘটে। ব্রাজিলের নিউজ সাইট ইউওএল জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে ভয়াবহ ওই বন্দুকযুদ্ধের আওয়াজ এলাকার রাস্তাগুলো থেকেও শোনা গেছে। সকালে পুলিশ প্যাসিফিকেশন ইউনিট (ইউপিপি)’র সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের এক দফা বন্দুকযুদ্ধ হয়। -এএফপি/বিবিসি
×