ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ ও শিকাগো ভার্সিটি সমঝোতা চুক্তি

প্রকাশিত: ০৮:৩৩, ২০ নভেম্বর ২০১৬

বিএসএমএমইউ ও শিকাগো ভার্সিটি সমঝোতা চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ উচ্চতর শিক্ষা ও গবেষণা বিষয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এই উদ্দেশ্যেই উপাচার্য গত ১৫ নবেম্বর থেকে আমেরিকায় অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ খালেকুজ্জামান। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান আগামী ২৩ নবেম্বর দেশে ফিরবেন।
×