ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঢাকায় শীত নেই

প্রকাশিত: ০৮:৩৩, ২০ নভেম্বর ২০১৬

বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঢাকায় শীত নেই

স্টাফ রিপোর্টার ॥ বাতাসে অপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঢাকায় শীত অনুভূত হচ্ছে না। শনিবারও ঢাকায় আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। গত এক সপ্তাহ ধরে ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও খুব বেশি কমেনি। গ্রামাঞ্চলে ইতোমধ্যে শুরু হয়ে গেছে শীতের আমেজ। সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত রাজধানীতেও অনুভূত হচ্ছে হাল্কা শীত। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের গ্রাম এলাকায় শীতের তীব্রতা যেন একটু বেশি। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের সর্বত্র ভোরের দিকে হাল্কা কুয়াশা পড়ছে। গ্রামাঞ্চলের নদীর কিনারায়, বিস্তীর্ণ বিল ও বনের ধারে কুয়াশার মাত্রা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে দেশের সর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা অনেক হ্রাস পেয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে। সর্বনিম্ন তাপমাত্রা আর কয়েক ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেলেই দেশে শুরু হবে মৃদু শৈত্য প্রবাহ। ডিসেম্বর বয়ে যাবে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। আবহাওয়া অধিদফতর জানায়, নবেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে অন্তত ২টি ঘূির্ণঝড়ে রূপ নিতে পারে। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হাল্কা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৩.৫ মিলিমিটার এবং দৈনিক গড় সূর্য কিরণকাল ৭ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে। সূত্রটি আরও জানায়, ডিসেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। ওই মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যঞ্চলে ১ থেকে দু’টি মৃদু / মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
×