ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে সমুদ্রে মৎস্যসম্পদ জরিপে নামছে জাহাজ

প্রকাশিত: ০৮:৩১, ২০ নভেম্বর ২০১৬

ডিসেম্বরে সমুদ্রে মৎস্যসম্পদ জরিপে নামছে জাহাজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ডিসেম্বরেই সাগরে নামছে মালয়েশিয়া থেকে কেনা অত্যাধুনিক জরিপ জাহাজ ‘আরভি মিন সন্ধানী’। প্রতিবেশী মিয়ানমার ও ভারত থেকে অর্জিত বর্ধিত জলসীমায় জীব বৈচিত্র্যের জরিপ চালাবে ৬৬ কোটি ৫০ লাখ টাকায় সংগৃহীত এই জাহাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটির কমিশন প্রদান করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আইনী লড়াই করে আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি। স্থলসীমান্ত বিরোধের নিষ্পত্তি করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে জলসীমা, স্থলসীমা ও ছিটমহল বিনিময় চুক্তি করেছিলেন। কিন্তু কোন সরকার এ সমস্যা সমাধানের চেষ্টা করেনি। তারা ভারতের সঙ্গে আলোচনায় সাহস পায়নি। বাংলাদেশ এমন একটি জাহাজের অভাববোধ করছিল দীর্ঘদিন ধরে। কারণ বিদ্যমান জাহাজ দিয়ে নদীতে জরিপ চালানো সম্ভব হলেও সমুদ্রে জরিপ ছিল অসম্ভব। আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের জলসীমা বেড়েছে, যা আয়তনে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। সমুদ্রের ২শ’ নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শনিবার আরভি মিন সন্ধানী নামের যে জাহাজটি কমিশনিং করেন তার দৈর্ঘ্য ৩৭ দশমিক ৮ মিটার, প্রস্থ ৯ দশমিক ২ মিটার এবং গভীরতা ৩ দশমিক ৩ মিটার। আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন জাহাজটিতে ২৮ জন ক্রু ও গবেষকের থাকার ব্যবস্থা রয়েছে। সমুদ্রের পানিতে ৩৬০ ডিগ্রী অবতলে এবং ২শ’ মিটার গভীরতা পর্যন্ত জীবিত যে কোন প্রাণী চিহ্নিত করতে সক্ষম হবে এই জাহাজ।
×