ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান প্রথম পত্র

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৯, ২০ নভেম্বর ২০১৬

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

১.খতিয়ানকে লেখা হয় - ক) নগদান বইয়ের উপর ভিত্তি করে খ) কোন কিছুর উপর ভিত্তি করে নয় গ) রেওয়ামিলের উপর ভিত্তি করে ঘ) জাবেদার উপর ভিত্তি করে ২.বকেয়া ভিত্তিক হিসাবরক্ষণ ব্যবস্থায় লিপিবদ্ধ করা হয়- র. অমার্জিত আয় রর. অগ্রিম প্রদত্ত খরচ ররর. নগদে প্রাপ্ত অর্থ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩.প্রারম্ভিক মূলধন ৩,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, সমাপনী মূলধন ৪০,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ ৩০,০০০ টাকা হলে, নিট লাভ কত? ক) ৫০,০০০ টাকা খ) ৮০,০০০ টাকা গ) ১,৩০,০০০ টাকা ঘ) ২,৫০,০০০ টাকা ৪.রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয় কোনগুলো? ক) সম্পদ, ব্যয়, বকেয়া আয় ও অগ্রিম খরচ খ) সম্পদ, ব্যায়, অগ্রিম আয় ও অগ্রিম খরচ গ) সম্পদ, ব্যয়, বকেয়া খরচ ও অগ্রিম খরচ ঘ) দায়, আয়, বকেয়া খরচ ও অগ্রিম আয় ৫.অপরিচালন ব্যয় ব্যবসায়ের- র. মোট মুনাফাকে বৃদ্ধি করে রর. পরোক্ষ আয়কে বৃদ্ধি করে ররর. নিট মুনাফাকে বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬.ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়- ক) ক্রয় চালান পাওয়ার পর খ) বিক্রয় চালান তৈরির পর গ) নির্দিষ্ট সময়ের ব্যাংক বিবরণী পাওয়ার পর ঘ) দেনাদারের নিকট হতে চেক পাওয়ার পর ৭.পাস বই ও নগদান বইয়ের মধ্যে অমিল হওয়ার কারণ - র. তৃতীয় পক্ষ সরাসরি ব্যাংকে জমা দিলে রর. ব্যাংকে জমা হয়েছে ও আদায় হয়েছে ররর. ইস্যু হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় নি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৮.পাঠ্য বইতে কোন ধাপটির আলোচনা করা হয় নি? ক) বিশদ আয় বিবরণী খ) মালিকানা স্বত্ব বিবরণী গ) আর্থিক অবস্থার বিবরণী ঘ) নগদ প্রবাহ বিবরণী ৯.হিসাববিজ্ঞান প্রয়োগের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধ একজন ব্যক্তির কোন বৈশিষ্ট্যটি প্রকাশ করে? ক) জবাবদিহিতা খ) সামাজিক মূল্যবোধ গ) ঋণ পরিশোধ সচেতনতা ঘ) নিয়মানুবর্তিতা ১০.করিম কর্তৃক স্বীকৃত ৫,০০০ টাকার একটি বিল রহিম ব্যাংক হতে ৪,৯০০ টাকায় বাট্টা করল। মেয়াদ শেষে করিম দেউলিয়া হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হল এবং তার সম্পদ হতে টাকা প্রতি ৪০ পয়সা লভ্যাংশ পাওয়া গেল। এক্ষেত্রে রহিমের অনাদায়ী পাওনা হবে - ক) ২,০০০ টাকা খ) ৩,০০০ টাকা গ) ৪,৯০০ টাকা ঘ) ৫,০০০ টাকা ১১.রক্ষণশীল নীতি অনুযায়ী- র. মজুদপণ্যের ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে কমটি গ্রহণযোগ্য রর. ছোট-খাটো সম্পদকে খরচ হিসাবে দেকানো হয় ররর. অনাদায়ী দেনার ভবিষ্যৎ ব্যবস্থা তৈরি করে নীট আয় কম দেখানো হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২.৩০ শে জুন তারিখে সোনালী ব্যাংক হিসাবের ডেবিট জের প্রকাশ করে। ব্যাংক বিবরণীটি মি. অপূর্বের কোনটি প্রকাশ করে? ক) ব্যাংক জমাতিরিক্ত খ) ব্যাংক জমার সুদ গ) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ঘ) ব্যাংক জমার উদ্বৃত্ত ১৩.কোনটি থেকে সহকারী খতিয়ান প্রস্তুত করা হয়? ক) ক্রয় ও পাওনাদার খ) ক্রয় ও দেনাদার গ) ক্রয় ও বিক্রয় ঘ) দেনাদার ও পাওনাদার ১৪.প্রাপ্য নোটের আইনগত ভিত্তি আছে। কারণ- র. এটি একটি লিখিত চুক্তি রর. এর বিপরীতে অঙ্গীকার পত্র থাকে ররর. এটি আইন দ্বারা নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫.মি. রফিক ৫ বছর পূর্বে ৩,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন এবং প্রতি বছরে ১৫% অবচয় ধার্য করেন। চলতি বছরে আসবাবপত্রটি ৭০,০০০ টাকায় বিক্রয় করলে মি. রফিক-এর মূলধন জাতীয় লাভ বা ক্ষতি কত? ক) লাভ ২,৩০,০০০ টাকা খ) ক্ষতি ২,৩০,০০০ টাকা গ) লাভ ৫,০০০ টাকা ঘ) ক্ষতি ৫,০০০ টাকা ১৬.সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসরণ করার কারণ - ক) আয় কম দেখানোর মাধ্যমে কর ফাঁকি দেওয়ার জন্য খ) গোপন সঞ্চিতি সৃষ্টি করা গ) ব্যবসায়ের প্রকৃত লাভকে গোপন করা ঘ) ভবিষ্যতে মজুদ পণ্যের প্রকৃত বিক্রয়মূল্য অজানা থাকায় ১৭.কোন প্রতিষ্ঠানটি দুটি হিসাব বছরের মধ্যে তুলনা করতে ব্যর্থ হবে? ক) স্কয়ার ফার্মা খ) বাটা সু কোং গ) মোতালিব এন্ড সন্স ঘ) গ্রামীণ ব্যাংক ১৮.ঋরহধহপরধষ অপপড়ঁহঃরহম ঝঃধহফধৎফ ইড়ধৎফ কত সালে স্থাপিত হয়? ক) ১৯৭৩ সালে খ) ১৮৭৩ সালে গ) ১৯৩৭ সালে ঘ) ১৯৭৩ সালে ১৯.অনাদায়ী পাওনা ব্যবসায়ের কী? ক) আয় খ) খরচ গ) সম্পদ ঘ) দায় ২০.নিচের কোন সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য থাকে না? ক) যন্ত্রপাতি খ) সরঞ্জাম গ) ট্রেডমার্ক ঘ) আসবাবপত্র ২১.হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়? ক) পূর্ণ প্রকাশ খ) ঐতিহাসিক মূল্য গ) রক্ষণশীলতা ঘ) সামঞ্জস্যতা ২২.নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ হলো- র. প্রাপক কর্তৃক চেক উপস্থাপন না করা রর. চেকের টাকা আদায় না হওয়া ররর. ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ না হওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩.অবচয় হিসাবভুক্ত করার জন্য সঠিক জাবেদা দাখিলা হবে - ক) পুঞ্জিভূত অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট খ) সম্পদ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট গ) অবচয় হিসাব ডেবিট, পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট ঘ) অবচয় হিসাব ডেবিট, বিশদ আয় বিবরণী ক্রেডিট ২৪.আমানতকারী কর্তৃক সংরক্ষিত ব্যাংক হিসাবের সাথে ব্যাংক কর্তৃক সংরক্ষিত বিবরণীর গরমিলের কারণ উদঘাটন করতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে প্রয়োজন- র. ব্যাংক বিবরণী রর. চেক বই ররর. নগদান বই নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫.হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত - ক) তিন শ্রেণিতে ভাগ করা হয় খ) দুই শ্রেণিতে ভাগ করা হয় গ) পাঁচ শ্রেণিতে ভাগ করা হয় ঘ) চার শ্রেণিতে ভাগ করা হয় ২৬.করিম ব্যাংক থেকে ১৪% হারে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। হিসাবকালে তিনি ব্যাংক সুদ প্রদান করেন। এ ক্ষেত্রে ব্যাংক সুদ হল - ক) মুনাফাজাতীয় ব্যায় খ) মূলধনজাতীয় ব্যয় গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় ঘ) মূলধনায়িত ব্যয় ২৭.কার্যকরী মূলধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি বৃদ্ধি পায়- র. ধারে পণ্য বিক্রয়ের ফলে রর. ধারে সেবা বিক্রয়ের ফলে ররর. অর্থ ধার দেওয়ার ফলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮.নিচের কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্য নয়? ক) সঠিক লাভ-ক্ষতি নির্ধারণ খ) সম্পত্তির প্রতিস্থাপন গ) সম্পত্তির মূল্যায়ন ঘ) মূলধনের সুদ নির্ণয় ২৯.ব্যাংকের অন্যতম কার্যাবলি হচ্ছে - ক) বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করা খ) পণ্য বিক্রয় করা গ) সেবা প্রদান করা ঘ) প্রাপ্য বিল বাট্টা করা ৩০.অনগদ লেনদেন হলো - র. ক্রয় বাট্টা রর. অবচয় ররর. বিক্রয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩১.একতরফা দাখিলা পদ্ধতি হতে দু’তরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরের সময় ধারে বিক্রয় বের করার জন্য কোন হিসাব প্রস্তুত করতে হয়? ক) দেনাদার হিসাব খ) পাওনাদার হিসাব গ) প্রাপ্য বিল ঘ) প্রদেয় বিল
×