ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কন্তের লক্ষ্য টানা ছয় জয়

প্রকাশিত: ০৬:২৭, ২০ নভেম্বর ২০১৬

কন্তের লক্ষ্য টানা ছয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমেই চেলসির দায়িত্ব গ্রহণ করেন এ্যান্তনিও কন্তে। তার দায়িত্ব নেয়ার পর থেকেই দুর্দান্ত গতিতে ছুটছে ব্লুজরা। বর্তমানে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে তারা। শনিবার পর্যন্ত শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র ১। লীগে শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে চেলসি। আজ তুলনামূলকভাবে খর্বশক্তির দল মিডলসবোরের বিপক্ষে খেলতে নামবে ব্লুজরা। এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছেন না ক্লাবটির ইতালিয়ান কোচ এ্যান্তনিও কন্তে। দুই বছর আগেই চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা উপহার দেন জোশে মরিনহো। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ব্লুজদের অভিজ্ঞ কোচ। বাজে পারফর্মেন্সের কারণে মরিনহোকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। এরপরই এ্যান্তনিও কন্তেকে নিয়োগ দেয় চেলসি। নতুন কোচের অধীনে অসাধারণ খেলছে অস্কার-কোস্তারা। তাই মিডলসবোরোর বিপক্ষেও এগিয়ে থেকে খেলতে নামবে তারা। এই ম্যাচের আগে দিয়েগো কোস্তা এবং ইডেন হ্যাজার্ডকে নিয়ে সংশয়ে ছিলেন চেলসির কোচ। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। বরং জানিয়ে দিয়েছেন পূর্ণশক্তির দল নিয়েই মিডলসবোরো সফরে যাচ্ছেন তারা। কোস্তা-হ্যাজার্ড ছাড়া চেস ফ্যাব্রিগাসকেও পুরোপুরি ফিট হিসেবে পাচ্ছেন কন্তে। তাই ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল তাকে। এ প্রসঙ্গে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এ্যান্তনিও কন্তে বলেন, ‘আমার দলের সকলেই খেলার যোগ্য। তারা সকলেই বেশ ভাল ফর্মে। এভারটনের বিপক্ষে ম্যাচের পর কোস্তাকে নিয়ে চোট-শঙ্কা ছিল। কিন্তু তা সে খুব ভালভাবেই কাটিয়ে উঠেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই ভাল। বুধবারই আমাদের সঙ্গে অনুশীলন করেছে সে।’ এরপর হ্যাজার্ড এবং ফ্যাব্রিগাস প্রসঙ্গে কন্তে বলেন, ‘হ্যাঁ, হ্যাজার্ডও ফিট। তাকে নিয়ে ভয় ছিল কিন্তু সেও খুব ভালভাবে সেই ধকল কাটিয়ে উঠেছে। ফ্যাব্রিগাসও ভাল অবস্থানে রয়েছে। রবিবারের ম্যাচে সে নিশ্চিত খেলবে। যতক্ষণ পর্যন্ত দেখি যে আমার দলের একজন খেলোয়াড়ের খেলার সম্ভাবনা নেই তখনই আমি চিন্তার মধ্যে পড়ে যাই। আর যখন জাতীয় দলের খেলা থাকে তখন চিন্তাটা আরও বেড়ে যায়। কিন্তু এদিক দিয়ে আমি সৌভাগ্যবান। কেননা আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কোন খেলোয়াড়ই ইনজুরি নিয়ে ফেরেনি।’ সেপ্টেম্বরের পর এখনও লীগে খেলা হয়নি চেলসির ব্রাজিলিয়ান তারকা অস্কারের। যে কারণে স্ট্যামফোডর্ব্রিজে তার থাকা নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে গুঞ্জনের ডালপালা মেলতে দিলেন না কন্তে। এ বিষয়ে তিনি বলেন, ‘অস্কারের ভবিষ্যত চেলসিতেই। আমার কাছে অস্কার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে এখন খুব ভাল ফর্মে আছে। আমি বলব সে চেলসিতেই থাকবে।’ ইংলিশ প্রিমিয়ার লীগে মৌসুমের প্রথম ১১ ম্যাচ থেকে ৮টিতেই জয়ের স্বাদ পেয়েছে চেলসি। এক ম্যাচে ড্র আর বাকিটিতে পরাজয় দেখেছে তারা। ২৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের অবস্থান দুইয়ে। সমানসংখ্যক ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান লিভারপুলের। তিন এবং চারে থাকা ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের সংগ্রহে সমান ২৪ পয়েন্ট। চেলসির প্রতিপক্ষ মিডলসবোরো এই মৌসুমে মাত্র দুটিতে জয় পেয়েছে। ১১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১৫ নাম্বারে অবস্থান করছে। তবে তাদের স্বস্তি দিচ্ছে আন্তর্জাতিক বিরতির আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে করা ড্র ম্যাচটি। যা দিয়েই মিডলসবোরোতে তিন বছর উদযাপন করেন ক্লাবটির কোচ এইতোর কারাঙ্কা। শুধু সিটির বিপক্ষেই নয় মিডলসবোরো তাদের শেষ তিন ম্যাচে অপরাজিত। তবে কারাঙ্কা যোগ দেয়ার আগে কিন্তু এমন অবস্থাও ছিল না ক্লাবটির। এ বিষয়টি স্মরণ করেই তিনি বলেন, ‘তিন বছর আগে যখন এখানে এসেছিলাম ক্লাব কিন্তু এমন ভাল অবস্থানে ছিল না। আমরা ধীরে ধীরে অগ্রগতি করছি। চেয়ারম্যান, ক্লাব এবং সমর্থকরা এখন চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত। চেলসির বিপক্ষে ম্যাচটিও আমাদের জন্য চ্যালেঞ্জিং।’
×