ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এএইচএফ কাপ

স্বাগতিক হংকংকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশিত: ০৬:২৭, ২০ নভেম্বর ২০১৬

স্বাগতিক হংকংকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা জেতার দৃঢ়প্রত্যয় নিয়ে হংকংয়ে ‘এএইচএফ কাপ হকি প্রতিযোগিতা’র পঞ্চম আসর খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় হকি দল। শনিবার হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম গ্রুপ (‘এ’) ম্যাচে খেলতে নেমে তাদের ৪-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। আগামী ২১ নবেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং ২৩ নবেম্বর ম্যাকাও’র বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে।। এই আসরের শীর্ষ দল খেলবে এশিয়া কাপ হকির মূলপর্বে। এ আসরে ২০০৮ এবং সর্বশেষ আসর ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শনিবার নিজেদের প্রথম গোলটি করতে বাংলাদেশ দলকে ২২ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। পেনাল্টি কর্নার (পিসি) স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন পিসি থেকে গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে (১-০)। এর তিন মিনিট বাদেই আবারও পিসি পায় বাংলাদেশ এবং আবার তা থেকে চয়নের লক্ষ্যভেদ (২-০)। দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক (পিএস) থেকে আরেকটি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এর ৩ মিনিট পরেই হংকংয়ের কিন কান টিসাং পিসি থেকে একটি গোল শোধ করে ব্যবধান কমান (১-৩)। ওই স্কোরেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৪২ মিনিটে হংকংয়ের সিও চুং মিং আরেকটি গোল করলে আবারও ব্যবধানে কমে আসে (২-৩)। ফলে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ৫২ মিনিটে রাসেল মাহমুদ জিমি ফিল্ড গোল করলে বাংলাদেশ আবারও সুবিধাজনক অবস্থানে চলে যায় (৪-২)। শেষ পর্যন্ত হংকং আর কোন গোল শোধ করে খেলায় ফিরতে না পারলে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ। নিকট অতীতে এ নিয়ে হংকংকে মোট টানা চার বার হারের স্বাদ দিল বাংলাদেশ। এর আগে তারা ২০১৪ বিশ^ হকি লীগ রাউন্ড-১ এ ৩-১, ২০১৪ ইময়ান গেমস বাছাইয়ে ৫-১ এবং ২০১২ বিশ^ হকি লীগ রাউন্ড-১ ৬-১ গোলে হারিয়েছিল। এ আসরে অংশ নেয়া উপলক্ষে বাংলাদেশ হকি দল জার্মানিতে একমাসের কন্ডিশনিং ক্যাম্প করে। সে সময় পোল্যান্ড এবং অস্ট্রিয়ার বিপক্ষে ৮টি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ (ড্র ৫, হার ৩ ম্যাচে)। তারপর দেশে ফিরে সাভারের বিকেএসপিতে কয়েকদিন অনুশীলনের পর বুধবার রাতে হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করে হকি দল।
×