ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশাখাপত্তমে চালকের আসনে ভারত

প্রকাশিত: ০৬:২৬, ২০ নভেম্বর ২০১৬

বিশাখাপত্তমে চালকের আসনে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৫৫ রানে গুটিয়ে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৯৮ রান। সব মিলিয়ে লিড ২৯৮। হাতে ৭ উইকেট ও পুরো দুইদিন। অজিঙ্কা রাহানে ২২ ও অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত ৫৬ রানে ব্যাটিং করছেন। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৪৫৫ রান। বিশাখাপত্তমে বল যেভাবে ঘুরছে তাতে ভারত আর ১০০ রান যোগ করতে পারলেই ইংলিশদের সামনে ৪’শর মতো লক্ষ্য ছুড়ে দিতে পারবে। ম্যাচের চতুর্থ ইনিংসে সেই রান করাটা যেমন অসম্ভব, তেমনি প্রায় দেড় দিন ব্যাটিং চালিয়ে যাওয়াটাও ইংলিশদের জন্য কঠিন হবে। তৃতীয় দিনেই যেখানে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে নীল এ্যালিস্টার কুকের দল। ৩০ বছর বয়সী অফস্পিনার ক্যারিয়ারে মাত্র ৪১ টেস্টেই ২২তম বারের মতো ৫ বা ততোধিক উইকেট নিয়ে গ্রেট কোর্টনি ওয়ালস ও ওয়াকার ইউনুসদের পাশে নাম লিখিয়েছেন। ঘুরে দাঁড়াতে হলে ৫ উইকেটে ১০৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ডকে অবিশ্বাস্য কিছুই করতে হতো। ষষ্ঠ উইকেট জুটিতে দৃঢ়তাপূর্ণ ১১০ রানের জুটি গড়ে ভাল কিছুর আভাস দিয়েছিলেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। কিন্তু এই জুটি ভাঙ্গার পরই পথ হারায় ইংলিশরা। ২০০ রানে পিছিয়ে থেকে চা বিরতির আগেই সফরকারীরা গুটিয়ে যায় ২৫৫ রানে। বেন স্টোকস করেছেন ১৫৭ বলে ৭০, বেয়ারস্টো ১৫২ বলে ৫৩। বেয়ারস্টোই প্রথমে ফেরেন উমেশ যাদবের বলে বোল্ড হয়ে। ৭ম উইকেট জুটিতে আদিল রশিদকে সঙ্গে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন স্টোকস। কিন্তু অশ্বিনের বলে এলবিডবিডব্লিউ হয়ে ফেরেন এই তারকা অলরাউন্ডার। স্টোকসকে আম্পায়ার কুমার ধর্মসেনা এলবিডব্লিউ দিলেও তিনি একই সঙ্গে সিলি পয়েন্টে ক্যাচও দিয়েছিলেন। রিভিউ নিলেও শেষ পর্যন্ত মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বজায় রাখেন টেলিভিশন আম্পায়ার। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে ৩২ রান করে অপরাজিত থাকেন আদিল রশিদ। ভারতের সেরা বোলার অশ্বিন। ৬৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত জয়ন্ত যাদব। ৪১ টেস্টেই ২২তম বারের মতো ৫ বা ততোধিক উইকেট নিয়ে কোর্টনি ওয়ালস, কার্টলে এ্যামব্রোস, ম্যালকম মার্শাল, ওয়াকার ইউনুসদের ধরে ফেলেছেন অশ্বিন। তালিকায় সর্বোপরি ১৪ জন আছেন অশ্বিনের সামনে। ৩০ বছর বয়সী দীর্ঘদেহী অফস্পিনার চলতি বছরই ৬ চার নিলেন ৫টি করে উইকেট। ১৩৩ টেস্টে ৬৭ বার ৫ উইকেট নিয়ে যেখানে সবার ওপরে লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরলিধরন। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৪৫৫/১০ (১২৯.৪ ওভার; কোহলি ১৬৭, পুজারা ১১৯, অশ্বিন ৫৮, জয়ন্ত যাদব ৩৫, রাহানে ২৩, বিজয় ২০, উমেশ যাদব ১৩; এ্যান্ডারসন ৩/৬২, মঈন ৩/৯৮, আদিল রশিদ ২/১১০, ব্রড ১/৪৯, স্টোকস ১/৭৩) ও দ্বিতীয় ইনিংস ৯৮/৩ (৩৪ ওভার; কোহলি ৫৬*, লোকেশ রাহুল ১০, রাহানে ২২*, বিজয় ৩, পুজারা ১; ব্রড ২/৬, এ্যান্ডারসন ১/১৬) ইংল্যান্ড প্রথম ইনিংস ২৫৫/১০ (১০২.৫ ওভার; স্টোকস ৭০, বেয়ারস্টো ৫৩, রুট ৫৩, রশিদ ৩২*, হামিদ ১৩, ব্রড ১৩, ডাকেট ৫, কুক ২, আনসারি ৪, এ্যান্ডারসন ০; অশ্বিন ৫/৬৭, শামি ১/২৮, জয়ন্ত যাদব ১/৩৮)। ** তৃতীয়দিন শেষে
×