ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সন্ধ্যা পৌনে ৬টায় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি বরিশাল বুলস-খুলনা টাইটান্স

মুশফিকের প্রতিপক্ষ আজ মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৬:২৫, ২০ নভেম্বর ২০১৬

মুশফিকের প্রতিপক্ষ আজ মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন জয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ঢাকা ডায়নামাইটস। তাদের শুধু পরাজয়ের বিস্বাদটাই উপহার দেয়নি খুলনা টাইটান্স, ঢাকায় অনুষ্ঠিত প্রথমপর্বের ধারাবাহিকতা ধরে রেখে চট্টগ্রাম পর্বে প্রথমবার নেমেই জয় তুলে নিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের দলটি তাই দারুণ উজ্জীবিত এখন। টানা জয়ের হ্যাটট্রিকের সুবাদে ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট (৪ জয়) নিয়ে এখন তারা তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলে ঢাকা নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে এবং রংপুর রাইডার্স দুই নম্বরে আছে। আজ দু’দলকেই টপকে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ খুলনা টাইটান্সের। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চট্টগ্রাম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ তারা মুখোমুখি হবে বরিশাল বুলসের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে খুলনার ঠিক পরেই অবস্থান মুশফিকুর রহীমের দল বরিশাল বুলস। দু’দলের অধিনায়ক নিকটাত্মীয় (ভায়রা) হলেও এবার নিজ দলকে জেতানোর জন্য পরস্পরের শত্রু হিসেবেই মাঠে নামবেন তারা। ম্যাচটি সন্ধ্যা পৌনে ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। তেমন ভাল কোন দল গড়তে না পারলেও মাঠের নৈপুণ্যে অন্যদের জন্য বড় প্রতিপক্ষে পরিণত হয়েছে খুলনা টাইটান্স। এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে দলটি। অবশ্য ভিন্ন নামে ও ভিন্ন ফ্র্যাঞ্চাইজির দল হিসেবে খুলনা প্রথম দুই বিপিএল খেলেছিল। গত আসরে খুলনার দল কেনেনি কোন ফ্র্যাঞ্চাইজি। এবার নতুন মালিকানায় খেলা দলটি শুরু থেকেই দুর্দান্ত খেলছে। গত আসরে বরিশাল বুলসকে নেতৃত্ব দিয়ে দারুণ সফল হয়েছিলেন মাহমুদুল্লাহ। দলকে রানার্সআপ করেছিলেন। এরচেয়ে বড় কথা অলরাউন্ড নৈপুণ্যের পাশাপাশি নেতৃত্ব গুণের জন্য দারুণ প্রশংসিত হয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ফেবারিট ছিল তার দল। এবার তার স্ত্রীর ছোট বোনের জীবনসঙ্গী, জাতীয় দলের সতীর্থ মুশফিক দায়িত্ব নিয়েছেন বরিশালের। মুশফিকও দারুণ নেতৃত্ব দিচ্ছেন দলকে। অবশ্য বিপিএল পরাজয় দিয়ে শুরুর পর বরিশাল টানা তিন ম্যাচ জিতে ঢাকার প্রথমপর্ব শেষ করেছিল। সেই জয়ের ধারা ব্যাহত হয়েছে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই। চলতি আসরে নিজেদের দ্বিতীয় কৃত্রিম আলোর নিচে খেলা ম্যাচে ১২ রানে হেরেছে তারা। ৫ ম্যাচের দুটি পরাজয়ই বরিশাল দেখেছে ফ্লাড লাইটের আলোয়। তবে দিনের আলোয় এখন পর্যন্ত অপরাজিত মুশফিকরা। সেদিক থেকে আজকেও কিছুটা শঙ্কায় থাকবে বরিশাল। কারণ আজও রাতে খেলতে হবে ম্যাচ। ঢাকা পর্বে অধিনায়ক মুশফিক ছাড়াও দুর্দান্ত ফর্মে ছিলেন অভিজ্ঞ শাহরিয়ার নাফীস। কিন্তু চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই ব্যর্থ হয়েছেন এ দু’জন। ফলশ্রুতিতে দলকেও হার দিয়ে শুরু করতে হয়েছে চট্টগ্রাম পর্ব। সে কারণে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে পড়েছে মুশফিকের দল। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান তাদের। আজ খুলনার বিরুদ্ধে জয়ে ফেরার লক্ষ্যেই মাঠে নামবে বর্তমান রানার্সআপ বরিশাল। অবশ্য লড়াইটা তেমন সহজ হবে না। মাহমুদুল্লাহর নেতৃত্বে দুর্দান্ত ফর্মে থাকা খুলনা ইতোমধ্যেই জয়ের হ্যাটট্রিক করেছে। এমনকি শনিবার তারা শীর্ষস্থানে থাকা শক্তিধর ঢাকার বিরুদ্ধে ৯ রানের জয় তুলে নিয়েছে। এ জয়টি চট্টগ্রাম পর্বেও খুলনার শক্ত বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রতিপক্ষের জন্য বড় হুমকির কারণ হয়ে উঠবে সেটারই প্রমাণ। আসরের শুরু থেকেই দলের ব্যাটিংটা তেমন ভাল না হলেও বোলাররা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। এ কারণেই রাজশাহী কিংসের বিরুদ্ধে ৩ ও চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচে ৪ রানের জয় পেয়েছে তারা। ওই দুই ম্যাচের শেষ ওভারে বল হাতে ম্যাজিক দেখিয়ে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ। ঢাকার বিরুদ্ধেও বোলিং শক্তির জোরেই জয় তুলে নিয়েছে খুলনা। আগের ম্যাচগুলোয় ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও মাহমুদুল্লাহ এদিন ৪৪ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তাই মুশফিকের বিরুদ্ধে লড়াইয়ে আরও অনুপ্রাণিত হয়েই নামতে পারবে খুলনা।
×