ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউকে চিকিৎসা, গবেষণা ও সেবার আদর্শ হিসেবে গড়তে হবে ॥ ডাঃ শহীদুল্লাহ

প্রকাশিত: ০৬:০১, ২০ নভেম্বর ২০১৬

বিএসএমএমইউকে চিকিৎসা, গবেষণা ও সেবার আদর্শ হিসেবে গড়তে হবে ॥ ডাঃ শহীদুল্লাহ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিত উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রয়োজন উন্নত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নীতিনিষ্ঠ শিক্ষা ব্যবস্থা। বিশেষ করে উচ্চতর স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্বশেষ আবিষ্কৃত তথ্য সমৃদ্ধ চিকিৎসা শিক্ষা দেশব্যাপী চালু করা প্রয়োজন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা শিক্ষা ও সেবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আইটি নির্ভর চিকিৎসা শিক্ষা ও চিকিৎসাসেবা বিভিন্ন ক্ষেত্রে অনেক সাফল্যের স্বাক্ষর রেখেছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসাসেবা ও শিক্ষা বাংলাদেশে চালুর উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার ক্ষেত্রে সর্বোচ্চ কেন্দ্র। তাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার ক্ষেত্রে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিল্টন হলে ইনস্টিটিউট অব কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউসি)-এর উদ্যোগে শিক্ষকদের জন্য ‘পেডাগোগি এ্যান্ড মেটাকোগনিটিভ টুলস এ্যান্ড টেকনিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য’ (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল। -বিজ্ঞপ্তি
×