ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০ মাদক বিক্রেতা গ্রেফতার

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৬:০১, ২০ নভেম্বর ২০১৬

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগে মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর লালবাগে মোটরসাইকেলের ধাক্কায় শুভ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুভর বাবার নাম আবদুস সালাম। পাঁচ সন্তানের মধ্যে শুভ চতুর্থ। নিহতের ফুফাত ভাই সাইফুল ইসলাম জানান, শুভ লালবাগ এলাকায় থাকত এবং নিউমার্কেটে একটি দোকানে চাকরি করত। তিনি জানান, শুক্রবার গভীররাতে দোকান থেকে বাসায় ফেরার পথে লালবাগ গফুরা মসজিদ সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শনিবার সকালে শুভর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ৩০ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীতে ৩০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) এএসএম হাফিজুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, শুক্রবার রাতভর রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৮ গ্রাম হেরোইন, ২২০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ৬৪ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। আদালতের টয়লেটে আসামির আত্মহত্যার চেষ্টা স্টাফ রিপোর্টার ॥ আদালত থেকে আসামি পালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঢাকার নিম্ন আদালতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার বিকেলে আদালতের টয়লেটে ঢুকে রাজধানীর রামপুরার ডাকাতির মামলার আসামি স্বপন (২৮) হাতকড়া দিয়ে গলাকেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়া হয়। রামপুরা থানার ইন্সপেক্টর (অপারেশন) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত সোমবার (১৪ নবেম্বর) রামপুরা এলাকায় ডাকাতির অভিযোগে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১১। ওই মামলায় বুধবার স্বপনকে গ্রেফতার করা হয়।
×