ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পলাশীর মোড়ে এই যন্ত্রে রাস্তা তৈরি উদ্বোধন করলেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন

সড়কের কার্পেটিং কেটে নতুন রাস্তা তৈরির বিশেষ যন্ত্র আমদানি

প্রকাশিত: ০৬:০০, ২০ নভেম্বর ২০১৬

সড়কের কার্পেটিং কেটে নতুন রাস্তা তৈরির বিশেষ যন্ত্র আমদানি

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো পুরাতন রাস্তা কেটে নতুন রাস্তা তৈরির বিশেষ যন্ত্র আমদানি করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পরিবেশবান্ধব এসব যন্ত্র দিয়ে পুরাতন সকল প্রকার রাস্তা কম সময়ের মধ্যেই কেটে সম্পূর্ণ নতুন করে রাস্তা তৈরি করা সম্ভব হবে। এ যন্ত্রের মাধ্যমে রাস্তা তৈরি করা গেলে নির্মাণ ব্যয় প্রতি কিলোমিটারে কমপক্ষে ৪০ থেকে ৪৫ ভাগ কমে আসবে। উন্নত বিশ্বের রাস্তা তৈরির কাজে ব্যবহৃত নতুন দুটি আধুনিক যন্ত্রের নাম হচ্ছে ‘কোল্ড রিসাইক্লিং এ্যাসফল্ট প্লান্ট’ ও ‘কোল্ড মিলিং মেশিন’। এ যন্ত্র থেকে কোন কার্বন নিঃসরণ হবে না। এটি থেকে কোন ধুলোবালি ও ধোঁয়া নির্গত হবে না। যন্ত্রটি কার্বন এমিশন প্রায় ৯০ ভাগ কমায়। ডিএসসিসি সূত্র জানায়, ক্যাটারপিলার ব্র্যান্ডের কোল্ড মিলিং মেশিনটি ইতালিতে তৈরি। এটি প্রায় ১৩ ইঞ্চি গভীর এবং প্রায় ৭ ফুট এ্যাসফল্টের আস্তরণ কাটতে পারে। প্রতি ঘণ্টায় কাটতে পারে ৭ হাজার ৫০০ ফুট রাস্তা। শনিবার রাজধানীর পলাশী এলাকায় এ যন্ত্রের সাহায্যে সড়ক উন্নয়ন কাজ শুরু করা হয়। যন্ত্রটির মাধ্যমে প্রথমবারের মতো শুরু হওয়া রাস্তার কাজ উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। রাস্তাঘাট নির্মাণে আধুনিকায়নের অংশ হিসেবে সংস্থাটি এ আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রের ব্যবহার শুরু করেছে। সরেজমিনে দেখা গেছে, সড়ক থেকে কেটে নেয়া কার্পেটিংয়ের আস্তরণ ট্রাকে রাখা হচ্ছে, পুনঃপ্রক্রিয়ার জন্য তা নিয়ে যাওয়া হচ্ছে কোল্ড রিসাইক্লিং প্লান্টে। স্বয়ংক্রিয় কোল্ড রি-সাইক্লিং এ্যাসফল্ট প্লান্ট তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার ডিএমআই কোম্পানি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, এটি ঘণ্টায় ১২০ টন এ্যাসফল্ট তৈরি করতে সক্ষম। তাছাড়া এ যন্ত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত বা উঁচু হয়ে যাওয়া সড়ক কাটা হবে। কেটে নেয়া সড়কের এ উপাদানগুলো রি-সাইক্লিং প্লান্টে নিয়ে সেগুলো পুনরায় ব্যবহার উপযোগী করা হবে। এর ফলে সড়ক থেকে তুলে নেয়া উপকরণগুলোর ৪০ শতাংশ ব্যবহার করা যাবে। এ পদ্ধতিতে ১ কিলোমিটার দৈর্ঘের ১২ ফুট প্রশস্ত একটি সড়কের পুরাতন কার্পেটিং তুলে নতুনভাবে কার্পেটিংয়ে সর্বোচ্চ ৮ ঘণ্টা সময় লাগবে।
×