ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক মোহাম্মদ নাসিরউদ্দীনের জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:৫৭, ২০ নভেম্বর ২০১৬

সাংবাদিক মোহাম্মদ নাসিরউদ্দীনের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক, সাহিত্যিক ও সমাজসেবী প্রয়াত মোহাম্মদ নাসিরউদ্দীনের ১২৮তম জন্মদিন আজ রবিবার। চাঁদপুরের পাইকারদি গ্রামে ১৮৮৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিতামাতার জ্যেষ্ঠ সন্তান। বাল্যকাল থেকেই ছবির বই, পত্র-পত্রিকা ও সাংস্কৃতিক কর্মকা-ের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ ছিল। সওগাত পত্রিকার সম্পাদক হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। ১৯১৮ সালের নবেম্বরে তিনি প্রথম মুসলিম সম্পাদক হিসেবে সচিত্র মাসিক সওগাত পত্রিকা প্রকাশ করেন। তাঁর উদ্যোগ এবং সম্পাদনায় সওগাত নামে আরও কিছু পত্রিকা প্রকাশিত হয়। বাংলা ১৩৩৩ সালে সরস রচনা ও শত চিত্র শোভিত বাংলার মুসলমান সমাজের প্রথম সাহিত্যবার্ষিকী ‘বার্ষিক সওগাত’ প্রকাশ করেন। সচিত্র সাপ্তাহিক সওগাত প্রকাশ হয় বাংলা ১৩৩৪ এবং একই সনে সওগাত প্রেস স্থাপন করেন। ১৩৩৩ সনে ‘সওগাত সাহিত্য মজলিস’ নামে একটি সাহিত্য সংগঠন গড়ে তোলেন। ইংরেজী ১৯৩০ সালে সচিত্র মহিলা সওগাত প্রকাশিত হয়। এছাড়া সচিত্র শিশু সওগাত, সওগাত বিশ্ব মুসলিম সংখ্যা, সওগাত যুদ্ধ ও এ আরপি সংখ্যা, মহিলাদের জন্য ১৯৪৭ সালে কলকাতা থেকে সচিত্র সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। আর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন নূরজাহান বেগম । ১৯৫৪ সালে প্রতিষ্ঠা করেন ‘বেগম ক্লাব’। সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার-সহ অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৯৪ সালের ২১ মে তিনি মৃত্যুবরণ করেন।
×