ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৫, ২০ নভেম্বর ২০১৬

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৯ নবেম্বর ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী আরও বলেছেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষে টুঙ্গিপাড়ায় গিয়ে শপথ নিয়েছি ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে জয়ী করতে হবে। সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী টিমওয়ার্ক গঠনের মাধ্যমে সারাদেশে সাংগঠনিক সফর করা হচ্ছে। শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দেয়া গণসংবর্ধনায় যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ১৬ কোটি মানুষের দেশে ১২ কোটি মানুষ মোবাইল ফোনে কথা বলেন। প্রত্যন্ত গ্রামেও এখন ইন্টারনেট সুবিধা ভোগ করছে মানুষ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা এসব কে চালু করেছেÑ শেখ হাসিনা। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে জনগণ তখন কিছু না কিছু পায়, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। তিনি বলেন, জনগণের সঙ্গে ভাল আচরণ করতে হবে। ১০টা ভাল উন্নয়ন ২টা খারাপ আচরণে ম্লান হয়ে যেতে পারে। দেশের মানুষের সঙ্গে ভাল আচরণ করতে হবে। তাহলেই মানুষের মন জয় করা যাবে। ভাল ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, ৪০ বছরের রাজনীতির জীবনে সবচেয়ে বড় স্বীকৃতি পেয়েছি শেখ হাসিনার কাছ থেকে। তিনি আমাকে সাধারণ সম্পাদকের গুরু দায়িত্ব দিয়েছেন। এরচেয়ে বড় কিছু আর পাওয়ার নেই। তিনি বলেন, একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালবাসার চেয়ে বড় কিছুই নেই। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপির সময়েও দেশের মানুষ নির্বাচন কমিশন দেখেছে। লাকসাম ॥ এদিকে লাকসাম থেকে সংবাদদাতা জানান, নোয়াখালী যাওয়ার পথে গতকাল শনিবার সকালে লাকসাম বাইপাস সড়কে উপজেলা আ’লীগের আয়োজনে এক পথসভায় আ’লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনের আর মাত্র দুই বছর বাকি। আগামী নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতে না পারলে সব উন্নয়ন ও অর্জন বৃথা যাবে। সেদিকে খেয়াল রেখে এখন থেকেই দলের নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান তিনি।
×