ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপি এখনও প্রার্থী দেয়নি

আইভী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় পাল্টে গেছে দৃশ্যপট

প্রকাশিত: ০৫:৫১, ২০ নভেম্বর ২০১৬

আইভী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় পাল্টে গেছে দৃশ্যপট

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে দৃশ্যপট। বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। এদিকে বিএনপিও ঘোষণা দিয়েছে প্রার্থী দেয়ার। অন্যদিকে সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও প্রার্থী মনোনয়নে সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এ নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী দলের সকল নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে চান। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ডাঃ সেলিনা হায়াত আইভী বলেন, দলের অনুগত হলে সাংসদ শামীম ওসমান নিশ্চয় দলের নির্দেশ মেনে নৌকার পক্ষে কাজ করবেন। শনিবার সকালে নগরীর দেওভোগের বাড়িতে বসে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বাড়িতে গেলেও তালাবন্ধ থাকায় তার দেখা মেলেনি। শামীম ওসমান নিশ্চয় দলের নির্দেশ মেনে নৌকার পক্ষে কাজ করবেনÑ আইভী ॥ আইভী বলেছেন, তিনি দলের সকল নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে চান। শনিবার সকাল সাড়ে দশটায় শহরের দেওভোগের ডাঃ সেলিনা হায়াত আইভীর পৈত্রিক বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা এমন প্রশ্নে জবাবে আইভী বলেন, আমি মনে করি আনোয়ার কাকা একজন খাঁটি আওয়ামী লীগার, উনি আমার সঙ্গে কাজ করবেন। অন্যরা যারা কাজ করতে চান, তাদেরও স্বাগত জানাই। তিনি বলেন, আমাকে মনোনয়ন দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীর আকাক্সক্ষা পূরণ করেছেন। যে যেই পক্ষেই থাকুক না কেন নেতৃত্বের প্রয়োজনে প্রতিযোগিতা থাকবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করব। তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার কাকা ২০১১ সালের নির্বাচনের আমার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। উনি আমার শ্রদ্বেয় একজন মানুষ এবং আমার প্রতিবেশী। আমি তাকে কাকা বলে সম্বোধন করি। আমার আগের নির্বাচনের দায়িত্বে তিনি ছিলেন। এবার আমার নির্বাচনের দায়িত্ব তাকে দিতে চাই। আনোয়ারের বাসায় আইভী, ছিল তালাবদ্ধ ॥ মেয়র সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীক পাওয়ার পর এ মেয়র পদে প্রস্তাবনায় নাম থাকায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বাসায় গিয়েছিলেন। তবে ওই সময়ে তাঁকে বাসায় পাননি আইভী। ফ্ল্যাট ছিল তালাবদ্ধ। শনিবার সকাল সোয়া ১১টার দিকে আইভী শহরের দেওভোগ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় যান। আইভীর ও আনোয়ার হোসেনের বাসা একই এলাকায়। জানা যায়, বাড়ির ভেতরে আইভীর সঙ্গে কয়েকজন ছিলেন। আইভী আনোয়ার হোসেনের ফ্ল্যাটের সামনে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। পরে তিনি চলে আসেন। আইভীর বিপক্ষে গেলে ব্যবস্থাÑ জেলা আ. লীগ ॥ বিডিনিউজ রাতে জানায়, নাসিক নির্বাচনে আইভী দলীয় মেয়র প্রার্থী। তার বিপক্ষে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। নেতাকর্মীদের এভাবেই সতর্ক করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। শনিবার নগরীর বঙ্গবন্ধু সড়কে নিজের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আইভীকে মনোনয়ন দেয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া এটুকুই- যিনি নৌকা পাবেন তিনিই আমাদের প্রার্থী। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আইভীকে অভিনন্দন জানিয়ে আব্দুল হাই বলেন, আমাদের দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের পক্ষে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। নারায়ণগঞ্জে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সমর্থনপুষ্টদের টপকে আইভীর এই মনোনয়ন লাভে ভোটে দলীয় ঐক্য থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তারপরও গোপনে যদি কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে, হুঁশিয়ারি দেন তিনি। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, যেহেতু দলীয় প্রধান আইভীকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন, তাই এতে আমাদের কিছু বলার নেই। আমরা দল করি, সংগঠন করি, তার সিদ্ধান্ত মানতেই হবে। আইভী নৌকা প্রতীক দেয়ায় ভোটারদের প্রতিক্রিয়া ॥ ১নং ওয়ার্ডের মিজমিজি তেরামার্কেট এলাকার ওষুধ ব্যবসায়ী মোঃ আসলাম জানান, মেয়র আইভী গত ৫ বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যেই উন্নয়ন করেছেন তাকে মনোনয়ন দিয়ে দল সেই কাজের মূল্যায়ন করেছে। এবার দল থেকে মনোনয়ন দেয়ায় আইভী তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারবে। ২নং ওয়ার্ডের বাসিন্দা ও দলিল লেখক হাবিবুর রহমান জানান, আওয়ামী লীগ থেকে আইভী আপাকে মনোনয়ন দেয়ায় (নৌকা দেয়ায়) নেত্রীর প্রতি শ্রদ্ধা চলে আসল। আইভীকে মনোনয়ন দেয়ায় নারায়ণগঞ্জে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ ভোটারাও চেয়েছিল আইভী নৌকা পাক। নারায়ণগঞ্জের সাত খুনে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী ও ২নং ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি বলেন, আইভী আপাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ায় আমি খুবই খুশি। সে তো (আইভী) আওয়ামী লীগ থেকে যোগ্য প্রার্থী। আইভী আপার সহযোগিতায় ২নং ওয়ার্ডে এত উন্নয়ন করতে পেরেছি। আইভী আপার সহযোগিতা না করলে আমি এত উন্নয়ন করতে পারতাম না। চূড়ান্ত হয়নি বিএনপি দলীয় মেয়র প্রার্থী ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের বিএনপির প্রার্থী শনিবার সন্ধ্যা পর্যন্ত চূড়ান্ত হয়নি। গত শুক্রবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মনোনয়ন প্রত্যাশী চার নেতা ও জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে মনোনয়ন প্রত্যাশী নেতাদের আশ্বস্ত করেন, আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। মনোনয়ন প্রত্যাশী নেতাদের এলাকায় গিয়ে কাজ করতে নির্দেশ দেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নেব। তবে আমি এবার নির্বাচন করতে আগ্রহী নই। কারণ গত বছর কি কারণে নির্বাচনের মাত্র সাত ঘণ্টা আগে কেন আমাকে বসিয়ে দেয়া হয়েছে, এখানে কোন ষড়যন্ত্র আছে কিনা তা খালেদা জিয়াকে তদন্ত করে দেখতে হবে। নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি কামাল জানান, বিএনপি একটি বড় দল। এখানে লবিং-গ্রুপিং আছ। তবে দলে কোন বিভেদ নেই। দল যাকে মনোনয় দেবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডে ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন॥ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৭নং ওয়ার্ডে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে শনিবার দুুপুরে গোদনাইল নয়াপাড়া এলাকাবাসী স্থানীয় বাসিন্দারা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, ৭নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪,৪৩৬। এমডব্লিউ উচ্চ বিদ্যালয় ও কলেজে একটিমাত্র ভোট কেন্দ্র আছে। এতে নয়াপাড়া এলাকার ভোটারা ১-২ কিলোমিটার দূর থেকে ভোট দিতে আসতে হয়। মানববন্ধনে বক্তারা গোদনাইলের নয়াপাড়া এলাকায় হৃদয়মণি ক্রিয়েটিভ স্কুলে একটি ভোট কেন্দ্র স্থাপন করার দাবি জানান। আরও একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ॥ এদিকে শনিবার বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে আরও ১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এ নিয়ে গত তিন দিনে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
×