ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিন ॥ প্রধানমন্ত্রী

চিকিৎসা শুধু পেশা নয়, একটি মহান ব্রত

প্রকাশিত: ০৫:৫০, ২০ নভেম্বর ২০১৬

চিকিৎসা শুধু পেশা নয়, একটি মহান ব্রত

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে আপনারা বিশেষজ্ঞ হয়েছেন। আর্ত-পীড়িতদের সেবাদানের সামর্থ্য অর্জন করেছেন। আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে। শনিবার বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে এ্যাসোসিয়েশন অব থোরাসিক এ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জনস অব এশিয়ার ২৬তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডাঃ অসিত বরণ অধিকারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, কার্ডিওভাসকুলার সার্জনস অব এশিয়ার প্রেসিডেন্ট ডাঃ গেরারডো এস ম্যানজো, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাঃ কামরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। দেশের চিকিৎসাসেবার ওপর জনগণের আস্থা তৈরি করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে শুধু চিকিৎসা দিলেই চলবে না। চিকিৎসাসেবার ওপর মানুষের আস্থা তৈরি করতে হবে। যাতে মানুষ চিকিৎসার জন্য বিদেশমুখী না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে একটি ক্ষুধা-দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত মধ্যম-আয়ের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। যে বাংলাদেশে মানুষ রোগ-শোকে ভুগবেন না, সব ধরণের মৌলিক অধিকার ভোগ করবেন। এ লক্ষ্য অর্জনে চিকিৎসক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রত্যাশা, আপনারা সে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। হƒদরোগ বিষয়ে গবেষণার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু চিকিৎসা সুবিধা বৃদ্ধি করে হদরোগের মৃত্যুহার কমানো যাবে না। কেন এত বেশি মানুষ হƒদরোগে আক্রান্ত হচ্ছেন, কীভাবে হƒদরোগ থেকে মুক্ত থাকা যায়- এসব বিষয়ে গবেষণা হওয়া প্রয়োজন।
×