ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএল

অবশেষে জয়ের মুখ দেখল মাশরাফির কুমিল্লা

প্রকাশিত: ০৫:৪৬, ২০ নভেম্বর ২০১৬

অবশেষে জয়ের মুখ দেখল মাশরাফির কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার ॥ বিপিএলে টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স! রাজশাহী কিংসকে ৩২ রানে হারাল বড় তারকা মাশরাফি-বিন মুর্তজার দল। চট্টগ্রামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রানের ‘ফাইটিং’ স্কোর গড়ে কুমিল্লা। জবাবে ১৯ ওভারে ১২০ রানে অলআউট হয় ড্যারেন সামির রাজশাহী। মুমিনুল হক ছাড়া কিংসের হয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৪৩ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৩ রান করে আউট হন মুমিনুল। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল জনুয়েদ সিদ্দিকী (১০) ও সামিত প্যাটেল (১২)! হার্ডহিটার সাব্বির রুম্মন ফেরেন শূন্য (০) রানে। কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেন ‘ম্যাচের নায়ক’ সোহেল তানভির (৪/১৮) ও মোহাম্মদ সাইফুদ্দিন (৩/২৭)। মাশরাফি নেন ১ উইকেট। ঘুড়ে দাঁড়াতে মরিয়া কুমিল্লা এদিন উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনে। ইমরুল কায়েস-লিটন দাসের জায়গায় ইনিংস শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও খালিদ লতিফ। পাঁচ নম্বরে উঠে আসেন সেনাপতি মাশরাফি। প্রত্যাশিত ঝড় তুলতে না পারলেও চলতি আসরে আগে ব্যাট করে এই প্রথম দেড় শ’ ছাড়ানো স্কোর গড়ে তারা। আগের সর্বোচ্চ ছিল ১২৯। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ভিক্টোরিয়ান্সদের শুরুটা অবশ্য ভাল ছিল না। লতিফ ফেরেন ৬ রান করে। আগের দিন মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়া আহমেদ শেহজাদ (১১) বিদায় নেন ২টি চার হাঁকিয়েই। এর পর ইমরুলের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন নাজমুল। তবে লম্বা সময় ক্রিজে থাকলেও রানের গতি বাড়াতে পারেননি তরুণ এই ব্যাটসম্যান। ৪টি চারের সাহায্যে ৪০ বলে ৪১ রান করে ড্যারেন সামির বলে পুল করতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন তিনি। চার নম্বরে নামা ইমরুল খেলছিলেন দারুণ। রান আউটে শেষ হয় তার ২৫ বল স্থায়ী ৩৪ রানের ইনিংসটি। মাশরাফির ওপরে উঠে আসাটাও এদিন সফল হয়নি। ১০ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক। শেষদিকে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪.৫ ওভার ৪১ রানের জুটি গড়ে রায়ান টেন ডেসকাটে (১৫ বলে ২১*) ও সোহেল তানভির (১৫ বলে ১৫*) চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন। পাঁচ বোলার ব্যবহার করেন রাজশাহী অধিনায়ক সামি। আঁটসাঁট বোলিং করেন দুই পেসার মোহাম্মদ সামি (০/২৬) ও ফরহাদ রেজা (১/২৬)। ৩৪ রানে ২ উইকেট নেন অধিনায়ক ম্যাশ। নতুন তারকা মিরাজের শিকার ১ উইকেট। দলের টানা হার নিয়ে যখন সমর্থকরা তীর্যক মন্তব্য করছিলেন তখনই গণমাধ্যমে খবর, ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়ায় হোটেল ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন অধিনায়ক মাশরাফি! পরে অবশ্য রাগ ভেঙে হোটেলে ফেরেন। তারপরও দুটি ম্যাচ খেলে দুটিতেই হারে তারা। টানা পাঁচ হারের পর অবশেষে এলো স্বস্তির এই জয়! জিম্বাবুইয়ে-উইন্ডিজ ম্যাচ টাই ॥ স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুইয়ে ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শনিবারের ম্যাচ ‘টাই’ হয়েছে। ক্রেইগ অরভিন (৯২) ও সিকান্দার রাজার (৭৭) জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধরিত ৫০ ওভারে ২৫৭ রানে অলআউট হয় জিম্বাবুইয়ে। জবাবে ৮ উইকেট হারিয়ে ওই ২৫৭-তেই থেমে যায় ফেবারিট উইন্ডিজের সংগ্রহ। জয়ের জন্য শেষ ওভারে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল মাত্র ৪ রান। কিন্তু ডোনাল্ড ত্রিপানোর অবিশ্বাস্য সেই ওভার থেকে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩ রান নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ! রুদ্ধশ্বাস ‘টাই’-এ সমাপ্তি। ম্যাচসেরা হলেও বিফলে যায় শাই হোপের সেঞ্চুরি (১০১)। সিরিজের অপর দল শ্রীলঙ্কা। সোমবার লঙ্কানদের মুখোমুখি হবে জিম্বাবুইয়ে।
×