ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৫, ২০ নভেম্বর ২০১৬

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিন অনুষ্ঠিত হবে ইংরেজী পরীক্ষা। পরীক্ষায় এবার ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী অংশ নেবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান রাজধানীর লালবাগের অগ্রণী স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ী উভয়েরই ছয়টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ নবেম্বর পরীক্ষা শেষ হবে। সকাল ১১টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা দেড়টা পর্যন্ত। দেশের সাত হাজার ১৯৪টি এবং বিদেশের ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন পরীক্ষা দেবে। এর মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন ছাত্র এবং ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন ছাত্রী। আর ইবতেদায়ীর দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৫৭ হাজার ৩১৯ জন ছাত্র এবং এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন ছাত্রী। প্রাথমিকে দুই হাজার ৮৫৭ জন এবং ইবতেদায়ীতে ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী/অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে। চলতি বছরেই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত হয়। একইসঙ্গে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা ন্যস্ত হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হাতে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা আশা করেছিল, এবার থেকেই পঞ্চম শ্রেণী শেষে পিইসি পরীক্ষা তুলে দেয়া হবে। একবারে অষ্টম শ্রেণী শেষে অনুষ্ঠিত হবে প্রাথমিক সমাপনী। সেই হিসেবে মন্ত্রণালয়ও পঞ্চম শ্রেণী শেষের সমাপনী পরীক্ষা তুলে দিতে মন্ত্রিসভায় প্রস্তাব দেয়। কিন্তু মন্ত্রিসভা তাদের প্রস্তাব নাকচ করে দেয়। আগামীতে কবে এই পঞ্চম শ্রেণী শেষের সমাপনী পরীক্ষা তুলে দেয়া হবে তা জানাতে পারছে না মন্ত্রণালয়ও।
×