ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির নতুন অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ০৪:১৫, ২০ নভেম্বর ২০১৬

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির নতুন অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে বিশ্বসাহিত্য বিষয়ক নতুন অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’। অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান, আর প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। আজ বেলা ২-৪০ মিনিটে অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অনুষ্ঠানে সমকালীন ও কালজয়ী বিশ্বসাহিত্যের বিভিন্ন দিক এবং সাহিত্যিকদের জীবন ও কর্ম তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের সাহিত্যে সেসবের প্রভাব সনাক্তিরও প্রয়াস থাকবে এতে। একটি পর্বে বিশ্বখ্যাত চিত্রকর ও ভাস্করদের প্রসঙ্গও তুলে ধরা হবে। অনুষ্ঠানে থাকছে ‘সমকাল মহাকাল’ ‘আলোকপাত’ ও ‘চরণ-চিত্রণ’ নামে তিনটি পর্ব। এর মধ্যে ‘সমকাল মহাকাল’ পর্বে সদ্য নোবেলজয়ী গীতিকার ও সঙ্গীতশিল্পী বব ডিলান নিয়ে আলোচনার পাশাপাশি তার গান বাংলা লিরিকসহ প্রচার হবে। ম্যানবুকার বিজয়ী পল বেটির পুরস্কৃত উপন্যাস থেকে অনূদিত পাঠ করেছেন ফারাহ হাসান মৌটুসী। ‘আলোকপাত’ পর্বে বিশ শতকের অন্যতম সাহিত্য স্তম্ভ হোরহে লুইস বোরহেসের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও বোরহেসের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষ দেখানো হবে। প্রমাণ্যচিত্রের নেপথ্য ধারাবর্ণনায় তাহসিন রেজা। বোরহেসের জীবন ও সাহিত্যকর্মের নানা দিক নিয়ে আলোচনা করেছেন প্রাবন্ধিক ও বোরহেস গবেষক রাজু আলাউদ্দিন। বোরহেসেরে প্যারাবল থেকেও বাংলায় অনূদিত পাঠ করেছেন কান্তা রেজা। ‘চরণ-চিত্রণ’ পর্বে নিজ শিল্পকর্মের ওপর দুই বিদেশী শিল্পীর প্রভাব নিয়ে বলেছেন নাজিয়া আন্দালিব প্রিমা। হোরহে লুইস বোরহেস বিশ শতকের সাহিত্যে প্রধান একটি নাম। ৯ বছর বয়সেই সিদ্ধান্তে আসেন যে লেখক হবেন। আর সেভাবেই পরে তিনি নিজ জীবনকে পরিচালিত করেন। বইয়ের মধ্যে নিজেকে উৎসর্গ করেন। বোরহেস কিছুটা লাজুক প্রকৃতির ছিলেন, মানুষের আড়ালে থাকতে চাইতেন। বিশ্বাস করতেন সুখ লুকিয়ে আছে বইয়ের পাতার মাঝেই। পড়ার এবং লেখার ক্ষেত্রে মানুষের চিন্তার ব্যাপকতায় তার প্রভাব অপরিসীম। যশ পেতে তার কিছুটা বিলম্ব হয়। তিনি নিজের দেশ আর্জেন্টিনার বাইরে সব সীমানা ছাড়িয়ে কল্পনায় পৃথিবী ঘুরেছিলেন। পৃথিবীর প্রায় সব ভাষায় তার লেখা অনূদিত হয়েছে। হোরহে লুইস বোরহেস জন্মেছেন আর্জেন্টিনায় তবে তার সাহিত্য পুরো পৃথিবীর কথা ধারণ করেছে। ল্যাটিন আমেরিকান সাহিত্যে তার ছোট গল্প এবং কবিতার অবস্থান যুগান্তকারী।
×