ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইথির ‘গহীন বনে’

প্রকাশিত: ০৪:১৫, ২০ নভেম্বর ২০১৬

ইথির ‘গহীন বনে’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে সম্ভাবনাময় এক শিল্পীর নাম সাফিয়া আফরোজ ইথি। সম্প্রতি সিনেআর্ট প্রডাকশন হাউজ থেকে ‘গহীন বনে’ নামে তার একটি ফোক গানের মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। এটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার। মিউজিক ভিডিওটি ইতোমধ্যে দর্শক-শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। সম্ভাবনাময় সঙ্গীত শিল্পী ইথি এ জগতে নতুন হলেও সুরের মায়াজালে একটু একটু করে সামনের পথে প্রতিনিয়ত এগিয়ে চলছেন। এ পর্যন্ত তিনটি মিক্সড এ্যালবামে বেশ কয়েকটি ডুয়েট গান করেছেন ইথি। এ্যালবামগুলো হলো-‘ভালবাসার বৃষ্টি’, ‘প্রেম প্রজাপতি’ ও ‘সারাটা জীবন’। সঙ্গীত জগতে বিচরণের পাশাপাশি ব্যক্তি জীবনে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত তিনি। ইথির বাবা শামসুল হক পেশায় উকিল ও একজন নাট্যকর্মী। তার নিজস্ব থিয়েটার রয়েছে জামালপুরে। মা পল্লী দরিদ্র ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন। তিন ভাই-বোনের মধ্যে ইথি সবার বড়। এছাড়া ইথি নাচের তালিমও নিয়েছেন শিল্পকলা থেকে। তিনি দেশাত্মবোধক ও লোকগীতি গেয়ে গোল্ড মেডেলও জিতেছেন। সঙ্গীত ক্যারিয়ার প্রসঙ্গে ইথি বলেন, আমি গানের মানুষ, গান নিয়ে থাকতে চাই, গানের ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যে সামনের পথ চলতে চান সাফিয়া আফরোজ ইথি। তার জন্য শুভ কামনা।
×