ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় মানবাধিকার নাট্যোৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১৫, ২০ নভেম্বর ২০১৬

নেত্রকোনায় মানবাধিকার নাট্যোৎসব অনুষ্ঠিত

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ আনন্দ শোভাযাত্রা, আলোচনা, গান, নৃত্য, কবিতা পাঠ ও নাটক মঞ্চায়নের মাধ্যমে দিয়ে শনিবার নেত্রকোনায় ১৮তম মানবাধিকার নাট্য উৎসব ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ‘ভয়কে করি জয়’ স্লোগানে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) জেলা শাখার উদ্যোগে শহরের মোক্তারপাড়ায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়। জাতীয় ও সাংগঠনিক পতাকা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কবি কামরুজ্জামান চৌধুরী এবং জেলা মানবাধিকার ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পূরবী কুন্ডু। উদ্বোধনের পর শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সালাহ্ উদ্দিন খান রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিসি শরীফ উদ্দিন, ছড়াকার হারুন আল রশীদ, অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংবাদিক আসমা আশরাফ ও শফিকুল হাসান পলাশ প্রমুখ। এবারের উৎসবে দুর্গাপুর অঞ্চলের বিশিষ্ট যাত্রাভিনেতা জাহেদ আলী মংলাকে সংবর্ধনা দেয়া হয়। উৎসবে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) এবং বিদ্যালয় নাট্য দলের (বিনাদ) কর্মীরা।
×