ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৩, ২০ নভেম্বর ২০১৬

টুকরো খবর

ভাবীর লাশ দেখতে এসে মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর হড়গ্রাম এলাকার ফাতেমা খাতুন (৪০) মারা যান শুক্রবার রাতে। শনিবার সকালে ভাইয়ের স্ত্রীর মারা যাওয়ার সংবাদ পেয়ে ছুটে আসেন বড় বোন জিন্নাতুন নেশা (৬০)। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে উপস্থিত মানুষজন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বিশেষ প্রতিনিধি মোমিনুল ইসলাম বাবুর স্ত্রী ফাতেমা খাতুন। আর বড় বোন হচ্ছেন জিন্নাতুন নেশা। পারিবারিক সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে সাংবাদিক মোমিনুল ইসলাম বাবুর স্ত্রী কিডনিসহ নানা অসুখে ভুগছিলেন। শুক্রবার রাত ২টা ১০ মিনিটে তিনি তার বাড়িতে মারা যান। এদিকে ফাতেমা খাতুনের লাশ দেখতে গিয়ে শনিবার সকালে মারা যান মোমিনুল ইসলাম বাবুর বড় বোন জিন্নাতুন নেশা। জিন্নাতুন নেশাও দীর্ঘদিন শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকায়। বাদ যোহর নগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানের দুজনের একসঙ্গে দাফন করা হয়েছে। এদিকে ফাতেমা খাতুন ও জিন্নাতুন নেশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এক শোক বার্তায় তিনি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বরিশালে সংঘর্ষে নারীসহ আহত ১০ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পূর্ব শত্রুতার জের ধরে জেলার গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামে শুক্রবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে শেবাচিম ও অন্যদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের তোফাজ্জেল মুন্সী ও তার চাচাত ভাই হাসমত আলী মুন্সীর সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে বাগ্বিত-ার একপর্যাযে তোফাজ্জেলের পুত্র সুমন মুন্সী ও তার সহযোগীরা শুক্রবার রাতে হাসমত আলীর লোকজনের ওপর হামলা চালায়। ভুয়া ডিবি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৯ নবেম্বর ॥ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে টাক নেয়ার সময় তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোÑ সজল, স্বপন ও সলেমান। শনিবার সকালে কদমতলী থেকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের গ্রেফতার করে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে অভিযুক্ত তিনজন সুমন নামে এক যুবককে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আটক করে এক লাখ টাকা দাবি করে। ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ স্মারক ম্যুরাল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ নবেম্বর ॥ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের নগরীর ধর্মপুরের ডিগ্রী শাখায় ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ স্মারক ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী আ ক ম বাহাউদ্দিন এমপি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ম্যুরালের উদ্বোধন করেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুর রশীদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মহসিনুজ্জামান চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল খালেক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের, শিক্ষক পরিষদের সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। মানব পাচারের গডফাদার গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে জেলার মানব পাচারের অন্যতম গডফাদার নুরুল কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উখিয়ার সোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডজনখানেক মানব পাচার মামলা রয়েছে। এর অধিকাংশ মামলায় তিনি পলাতক ছিলেন। সূত্র জানায়, গ্রেফতারকৃত নুরুল কবির ও তার স্ত্রী রেজিয়া আকতার রেবির নেতৃত্বে সিন্ডিকেট সদস্যরা সোনারপাড়া দিয়ে অবৈধভাবে সাগরপথে মানব পাচার করে কোটি কোটি টাকা কামাই করেছে। নুরুল কবির গ্রেফতার হলেও প্রায় এক বছর ধরে আত্মগোপনে মানব পাচারসহ অসংখ্য ‘অপরাধের রানী’ রেজিয়া আকতার প্রকাশ রেবি ম্যাডাম। মানব পাচারের মামলায় এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন বহুল আলোচিত এ দম্পতি। ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা, যার মূল্য প্রায় ছয় কোটি টাকা। শুক্রবার রাতে মৌলভীপাড়ায় বিজিবি ও স্থলবন্দরসংলগ্ন সাইরং খালের পার্শ্ববর্তী পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড। জানা যায়, শুক্রবার রাতে টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকায় বিজিবি অভিযান চালিয়ে একটি ব্যাগের ভেতরে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। যশোরে সহোদরকে গুমের অভিযোগ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই খোকন শেখের বিরুদ্ধে ছোট ভাই আসলাম শেখকে অপহরণের অভিযোগ করেছেন স্বজনরা। অপহৃত আসলাম শেখ গত সাড়ে ৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় তার স্ত্রী-সন্তানরা দিশেহারা হয়ে শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন। এর মাসখানেক আগে তারা কোতোয়ালি থানায় অভিযোগও করেছিলেন। তবে কাজের কাজ হয়নি। সংবাদ সম্মেলনে আসলাম শেখের স্ত্রী জোহরা বেগম বলেন, আমার বড় ভাসুর শ্বশুরের জমিটি একা ভোগ করার পরিকল্পনা করে আসছিলেন। এই পরিকল্পনার অংশ হিসেবে স্বামী আসলাম শেখকে চলতি বছরের ৫ জুন বাড়ি থেকে চাকরি দেয়ার নামে কৌশলে ডেকে নিয়ে যায়। সেই থেকে আমার স্বামীর কোন খোঁজ নেই। খোকন শেখের কাছে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করলে হুমকি দিয়ে বলেন, তোদেরও সেখানে পাঠিয়ে (স্বামীর কাছে) দেব। ফলে আমার ধারণা, স্বামী আসলাম শেখকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। তিনি আরও বলেন, ভাসুর এখন সন্ত্রাসীদের দিয়ে হুমকি দিয়ে বলছেন, ভিটা ছেড়ে চলে যেতে। আমি দুই সন্তান ফরহাদ শেখ ও আজাদ শেখকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিলেও কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তিন কোটি টাকার সড়ক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার বিকেলে সদর উপজেলার খোকসাবাড়িতে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সোয়া চার কিমি পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে। এ সড়কটি উত্তর সিরাজগঞ্জবাসীর যাতায়াতের জন্য উন্নয়নের মাইলফলক। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। সড়ক উদ্বোধন উপলক্ষে দিয়ারপাচিল মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মিল্লাত সরকারের উন্নয়ন কর্মকা-ের উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গ্রামের মানুষের বিদ্যুত সঙ্কট সমাধান করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন খোকসাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই সেখ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান প্রমুখ। সদরপুরে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৯ নবেম্বর ॥ সদরপুর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে স্কুলছাত্র রাব্বি শেখ (১০) নামের এক শিশু। শুক্রবার রাতে উপজেলার ভাষাণচর ইউনিয়নের বাজার কান্দি কারিরহাট গ্রামের এ আগ্নিকা-ের ঘটনা ঘটে। নিহত রাব্বী শেখবাজার কান্দি কারিরহাট গ্রামের শেখ ইউনুছের ছেলে। সে (রাব্বি) ভাষাণচর ইউনিয়নের ৩৩নং ডিক্রির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানা গেছে, ইউনুছ শেখের বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের বাড়িতেও ছড়িয়ে পরে। আগুনে ইউনুছ শেখ, তার দুই ভাই বানেজ শেখ ও আনেস শেখের তিনটি বসতঘর ও দুটি রান্নাঘরসহ পাঁচটি ঘর পুড়ে যায়। ওই সময় রাব্বি একা ঘরে ঘুমাচ্ছিল। আগুনে রাব্বী ছাড়াও ১০টি ছাগল, হাঁস-মুরগি, কবুতর ও ঘরের চাল-ডাল, আসবাবপত্রসহ যাবতীয় সামগ্রী পুড়ে গেছে। সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের সম্মেলন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী সাবেক এমপি বেগম আশরাফুর নেছা মোশারফ। সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী সাবেক এমপি বেগম ফরিদা রহমান, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা মাহমুদা বেগম প্রমুখ। সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা, দুর্ঘটনারোধে বিভিন্ন সড়কের ঝুঁকিপূর্ণস্থানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা, দক্ষ চালক সৃষ্টিতে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা, পরিবহন শ্রমিকদের জন্য বাসস্ট্যান্ডভিত্তিক চিকিৎসক নিয়োগ, ঝুঁকিপূর্ণস্থানে ট্রামা সেন্টার স্থাপন, ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়নসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চলাচল অনুপযোগী সকল রাস্তা সংস্কারের দাবিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১টায় নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মোঃ হাছিবুর রহমান হাছিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, বাবুল হাওলাদার, শাহ মামুনুর রহমান তুহিন, খন্দকার মহসীন প্রমুখ। নারীর প্রতি সচেতনতা সৃষ্টিতে খুবিতে মতবিনিময় স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে আরও ভূমিকা পালনের আহ্বান জানান। খুবি’র সমাজ বিজ্ঞান স্কুলের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ফেরদৌসী আলী। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান ‘গণমাধ্যমে নারী : লিঙ্গভিত্তিক সহিংসতানির্ভর আধেয় সমীক্ষা’ নামে গবেষণাকর্ম উপস্থাপন করেন। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন এবং ইংরেজী ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সাবিহা হক, খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পি পি, এ্যাডভোকেট অলোকা নন্দা দাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক মাহফুজুল বারী চৌধুরী। ঈশ্বরদী যুবলীগের সম্মেলন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার দিনব্যাপী প্লাজা সিনেমা হলে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। সম্মেলনের উদ্বোধন ও বক্তব্য দেন পাবনা জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দীন প্রধান। বক্তব্য দেন পাবনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু। ঈশ্বরদী উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমদাদুল হক রানা সভাপতিত্ব করেন। ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে উপজেলা যুবলীগের সভাপতি ও রাজিব সরকারকে সাধারণ সম্পাদক এবং আলাউদ্দিন বিপ্লবকে পৌর যুবলীগের সভাপতি ও রফিকুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৯ নবেম্বর ॥ কালীগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রানা (২৫) আহত হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে বিদ্যুতস্পৃষ্টের এ ঘটনা ঘটে। নিহত শম্পা পাতবিলা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে। আহত রানা একই উপজেলার কমলাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। দখল বন্ধ করতে বালুচরে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার নয়ানগর, বালুচর ও দৌলতপুর গ্রামের ফসলী জমি রক্ষা এবং সরকারী খাল দখলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে বালুরচর গ্রামের মেঘনা নদী তীরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে তিন গ্রামের মানুষ অংশ নেয়। মানববন্ধনকারীরা জানায়, ভূমি দস্যুদের সহযোগিতায় থ্রি-এঙ্গেল নামক বেসরকারী ডক ইয়ার্ড প্রতিষ্ঠান কৃষকদের ও সরকারী জমি ভরাট করে দখল করে নিয়েছে। ভরাট করা হয়েছে পুরো এলাকার কৃষি জমির পানি নামার ও জমির ফসল ট্রলারযোগে পরিবহন করার কুমুরিয়া ও বুরোচর খাল। খাল দুটি ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালী এই থ্রি-এঙ্গেল। শুধু তাই নয়, যাদের থেকে জমি কিনে নিয়েছে তাদের জমির দামও তারা পরিশোধ করেনি এমন অভিযোগও করেছে মানববন্ধনকারীরা। ৫০ বস্তা চালসহ আটক ১ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শনিবার হত দরিদ্রদের ৫০ বস্তা সরকারী চালসহ একজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে চাল বহনকারী ট্রলিটি। সরকারী স্বল্প মূল্যের এই চাল পাচারের সময় সদর উপজেলার মুক্তারপুর সেতুর এ্যাপ্রোচে থেকে জব্দ করা হয়। আটককৃতের নাম শাহীন। সে ট্রলিটির চালক।
×