ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের কথা সাহিত্যিক সঙ্গীতাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:১২, ২০ নভেম্বর ২০১৬

ভারতের কথা সাহিত্যিক সঙ্গীতাকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৯ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক এবং মুড়াপাড়া জমিদার বাড়ির উত্তরসূরি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়কে রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সঙ্গীতা বন্দোপাধ্যায়কে মুড়াপাড়া জমিদার বাড়ি ঘুরিয়ে দেখান। জানা গেছে, বাংলাদেশ সরকার ও কথা সাহিত্যিক পরিষদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। তিনি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়ির উত্তরসূরি। এছাড়া রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়টিও ওই জমিদার বাড়িতে। রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের আমন্ত্রণে এই প্রথম সঙ্গীতা বন্দোপাধ্যায় রূপগঞ্জে তার পৈত্রিক ভিটেবাড়ি দেখতে মুড়াপাড়ায় আসেন। সঙ্গীতা বন্দোপাধ্যায় তৎকালীন জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জীর নাতনি ছিলেন। পৈত্রিক ভিটেবাড়ি পরিদর্শনে এসে সঙ্গীতা বন্দোপাধ্যায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। চেক বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শনিবার সকালে দিনাজপুরে বেসরকারী মহিলা সংস্থার মাঝে চেক বিতরণ করেন। জেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোখসানা বানু হাবিব। বক্তব্য রাখেন ইমদাদ সরকার, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, আনোয়ারুল ইসলাম, খালেকুজ্জামান রাজু, খ্রিস্টীনা লাভলি দাস, ছবি সিনহা প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫৫টি নারী সংগঠনের মধ্যে ১০ লাখ ৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। কালীগঞ্জে পিঠা উৎসব স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে শনিবার নবান্নের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নারী উদ্যোক্তারা হৃদয় হরণ, নবান্ন লতিকা, সজনে বাহার, ক্ষীর পুলি, মুগ পাকন, পাটি সাপ্টা, সমচা নারিকেল, পাতা, সিরিঞ্জ, তারা, সিম, দুধ পুলি, ঝিনুক, জামাই, ফুল, তেজপাতা, গোলাপ, সুজি, খাস্তা, রস গোলাপ, চিতল, ভাপা, নারিকেল পুলি, কিমা ময়দা ফুল, তাল, শামুক, খেজুর পাতা, মেরা, সেমাই, চমচম, সাগু পিঠাসহ শীতের নানা পিঠার পসরা সাজিয়ে বসেন।
×