ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরেই পাওয়া যাবে ভারতীয় ভিসা

প্রকাশিত: ০৪:১২, ২০ নভেম্বর ২০১৬

যশোরেই পাওয়া যাবে ভারতীয় ভিসা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরবাসীর প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। যশোর থেকেই পাওয়া যাবে ভারতীয় ভিসা। ডিসেম্বরেই উদ্বোধন হতে যাচ্ছে যশোরের ভারতীয় ভিসা এ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় ভিসা আবেদন গ্রহণ ও ভিসা প্রদানের পূর্বপ্রস্তুতিমূলক কাজও ইতোমধ্যে শুরু হয়ে গেছে যশোরে। যশোরসহ খুলনা বিভাগের ১০ জেলায় বসবাসরত নাগরিকদের ভারতীয় ভিসার আবেদন জমা ও ভিসা গ্রহণের জন্য খুলনায় মাত্র একটি আইভিএসি রয়েছে। প্রতিদিন হাজার দেড়েক মানুষ ভিসা আবেদন ও ভিসা গ্রহণ করতে খুলনায় যান। খুলনা কিংবা ঢাকায় গিয়ে ভারতীয় ভিসা আবেদন জমা ও ভিসা গ্রহণে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় যশোরের মানুষকে। ভোগান্তিমুক্তভাবে ভিসা আবেদন জমা দেয়ার জন্য ভারতীয় হাইকমিশনের কাছে যশোরবাসীর আবেদন ছিল আরও একটি আইভিএসি স্থাপনের। গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যশোরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র স্থাপনের। ইতোমধ্যে সেটি চলে এসেছে যশোরবাসীর নাগালের মধ্যে। দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, যশোরে ভারতীয় ভিসা এ্যাপ্লিকেশন সেন্টারের জন্য মণিহার সিনেমা হলের অদূরে বেগম কমিউনিটি সেন্টারকে বেছে নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তিন বছরের জন্য ভবনটিতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় যশোর আইভিএসি পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ট্যুরিস্ট, মেডিক্যল, বিজনেসসহ সকল ধরনের ভিসার আবেদন গ্রহণ করা হবে। বিকেল ৩টা থেকে দেয়া হবে পাসপোর্ট-ভিসা।
×