ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় সঙ্গীতের পরিবর্তন চেয়েছিলেন জিয়া ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:১১, ২০ নভেম্বর ২০১৬

জাতীয় সঙ্গীতের পরিবর্তন চেয়েছিলেন জিয়া ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ নবেম্বর ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘হিন্দুদের রচিত তাই জিয়াউর রহমান জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দিতে চেয়েছিলেন। ত্রিশ লাখ মানুষের রক্ত দিয়ে যে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা আমরা অর্জন করেছি তাও ধ্বংস করতে চেয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। শনিবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। প্রতিদিন অন্তত পাঁচজনের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিন। মুক্তিযোদ্ধাদের জঙ্গী প্রতিরোধে ভূমিকা রাখার অহ্বান জানিয়ে শাজাহান খান আরও বলেন, মনে রাখবেন মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি। মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বন্টিন সভাপতিত্ব করেন। রাবির দুই শিক্ষার্থী বহিষ্কার রাবি সংবাদদাতা ॥ পূর্বশত্রুতার জের ধরে মারামারি করায় রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) জিয়া হলের দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। শনিবার বিকেলে তাদের বহিষ্কার করা হয় বলে জানান হল প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র। বহিষ্কৃত দুজন হলেনÑ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান পলাশ এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী। দুজনের মধ্যে আব্দুর রহমানকে আহতাবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, পলাশ এবং আলী হলের ১২২ ও ১২১নং কক্ষে থাকেন। শুক্রবার তাদের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে হাতাহাতি হয় এবং আলীকে চড় দেন পলাশ। বিষয়টি নিয়ে হল প্রশাসনের কাছে অভিযোগও করেছিলেন আলী। তারই জের ধরে শনিবার দুপুর ২টার দিকে আলীর রুমে যান পলাশ। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে আলী পলাশকে ধাক্কা দেন। এ সময় পলাশ হলের পিলারের ধাক্কা খেলে মাথা ফেটে যায়। তবে পলাশ দাবি করেন, আলী তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেছে। পরে পলাশকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
×