ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মমেক হাসপাতালের চারতলা ভবনে ফাটল

প্রকাশিত: ০৪:০৯, ২০ নভেম্বর ২০১৬

মমেক হাসপাতালের চারতলা ভবনে ফাটল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো চারতলা একটি ভবনের সবকটি ছাদে ও দেয়ালে হঠাৎ মারাত্মক ফাটল দেখা দিয়েছে। শুক্রবার রাতে এ ফাটলের সময় বিকট শব্দে ছাদের পলেস্তারা ভেঙ্গে পড়লে আতঙ্কিত রোগীরা হাসপাতালের ওয়ার্ড ছেড়ে বাইরে বেরিয়ে আসে। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ৪, ৭, ১৪ ও ১৭ নম্বর ওযার্ডের চার শতাধিক রোগীকে বারান্দায় সরিয়ে নিয়েছে। এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো চারতলা ভবনের বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে, ছাদে ও বিমে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। শুক্রবার রাতে একযোগে চারতলার চার ওয়ার্ডে বিকট শব্দে ফাটল দেখা দেয়ায় দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা ভেঙ্গে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগীরা হুড়োহুড়ি করে ওয়ার্ড ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এর আগেও একই ভবনের পূর্ব পাশের চারটি ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে মেরামতকাজ শুরু করা হয়। অথচ একই সময়ে নির্মিত পশ্চিম পাশের চার ওয়াডের্র রোগীদের না সরিয়ে ভেতরেই চিকিৎসা দেয়া হচ্ছিল। এ নিয়ে রোগী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করে। তবে সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ রবিবার সকালে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভাগীয় প্রধানদের নিয়ে জরুরী সভা ডেকেছে। হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, সভা শেষে রোগীদের নতুন ভবনের ওয়ার্ডে সরিয়ে নেয়া হবে। একই সঙ্গে ফাটল দেখা দেয়া ওয়ার্ডগুলো মেরামত করা হবে। গণপূর্ত বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী একেএম কামরুজ্জামান জানান, ওই ভবন মেরামতের জন্য রোগীদের সরিয়ে নিতে বেশ আগেই কর্তৃপক্ষকে পত্র দেয়া হয়েছিল।
×