ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাকরি দিয়ে জরিমানা গুনছে জেপি মরগান

প্রকাশিত: ০৪:০৭, ২০ নভেম্বর ২০১৬

চাকরি দিয়ে জরিমানা গুনছে জেপি মরগান

চীনসহ বিভিন্ন দেশে ব্যবসা বাগিয়ে নিতে স্থানীয় প্রভাবশালীদের সন্তানদের চাকরি দিয়েছে মার্কিন ব্যাংক জেপি মরগান চেজ এ্যান্ড কোম্পানি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বহুজাতিক ব্যাংকটির এ অসাধু চর্চাকে ‘ঘুষ’ প্রদান বলে অভিহিত করেছে। এ ব্যাপারে ‘ফরেন করাপ্ট প্র্যাকটিসেস এ্যাক্ট’-এর অধীনে আনীত অভিযোগ নিষ্পত্তি করতে জেপি মরগান চেজ কর্তৃপক্ষ ২৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছে। খবর এএফপি ও ওয়াল স্ট্রিট জার্নাল। ব্যবসা বাগিয়ে নিতে যোগ্যতার বাছবিচার ছাড়াই প্রভাবশালীদের সন্তানদের চাকরি দিয়েছে জেপি মরগান। প্রায় এক দশক আগে কোম্পানিটি এ অসাধু পথ অনুসরণ শুরু করে। এশিয়ার বিভিন্ন দেশে প্রভাবশালীদের সন্তানকে দলে ভেড়াতে জেপি মরগান কর্মকর্তারা অযোগ্য প্রার্থীদের জন্য পৃথক একটি নিয়োগ চ্যানেল উন্মোচন করেন। -অর্থনৈতিক রিপোর্টার বিআইএ নির্বাচনের তফসিল ঘোষণা বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশন (বিআইএ) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২০১৭-১৮ সালের জন্য নির্বাহী কমিটির সদস্য এবং প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার। তফসিল অনুযায়ী ১৯ জানুয়ারি প্রাথমিক ভোটার তালিক প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ ফেব্রুয়ারি। ১২ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র গ্রহণ ও ৫ ফেব্রুয়ারি মনোনয়পত্র জমা দেয়ার শেষ তারিখ। প্রার্থিতা প্রত্যাহার করতে হবে ২৬ ফেব্রুয়ারির মধ্যে এবং একই দিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওই দিনই ২টার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আর ৯ মার্চ প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×