ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬শ’ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয় করবে ফেসবুক

প্রকাশিত: ০৪:০৪, ২০ নভেম্বর ২০১৬

৬শ’ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয় করবে ফেসবুক

বাইব্যাকে বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০০ কোটি ডলারের শেয়ার কিনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি বাজারে হঠাৎ পতনের পর কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা শেয়ার কোম্পানি কর্তৃক পুনঃক্রয়ই বাইব্যাক। মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে এই শেয়ার ক্রয় শুরু হবে। ফেসবুকের পরিচালনা পর্ষদ ৬০০ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয়ের ঘোষণা দিয়েছে। তবে শেয়ার ক্রয় কতদিন চলবে বা শেষ সময় কবে তা জানানো হয়নি। এ খবরে কোম্পানিটির শেয়ার দর নাসডাকে শেষ কার্যদিবসে ১ শতাংশ বেড়ে যায়। এ বছর কোম্পানির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না- এমন খবরে গত কয়েকদিনে কোম্পানিটির শেয়ার দর ৮ শতাংশ পর্যন্ত কমে যায়। একদিনেই ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গকে ৩০০ কোটি ডলার খোয়াতে হয়। -অর্থনৈতিক রিপোর্টার ৩১ কোম্পানির লেনদেন চালু আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ কোম্পানির লেনদেন আজ রবিবার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছেÑ জিল বাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, রেনউইক যজ্ঞেশ্বর, আরামিট লিমিটেড, আরামিট সিমেন্ট, হাক্কানি পাল্প, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এম আই সিমেন্ট, হা ওয়েল টেক্সটাইল, লঙ্কাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফিড, প্রাণ (এএমসিএল), রংপুর ফাউন্ড্রি, বেঙ্গল উইন্ডসর, ইয়াকিন পলিমার, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ অটোকারস, সায়হাম কটন, ইফাদ অটোস, জাহিন স্পিনিং, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুডস, এ্যাপেক্স স্পিনিং এ্যান্ড নিটিং মিলস, বারাকা পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডিকম অনলাইন, তিতাস গ্যাস, লিবরা ইনফিউশনস, দেশ গার্মেন্টস এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। সূত্রমতে, বৃহস্পতিবার কোম্পানিগুলো রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। আগামী রবিবার থেকে এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। -অর্থনৈতিক রিপোর্টার
×