ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন কমলেও সূচক বেড়েছে

প্রকাশিত: ০৪:০৩, ২০ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমলেও সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে সব ধরনের মূল্য সূচক। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৯৪৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৪১ লাখ টাকা। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৯ দশমিক ১৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে দশমিক ৮৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ১২ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৪৬ শতাংশ বা ২১ দশমিক ৪১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ০২ শতাংশ বা দশমিক ৩০ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ০২ শতাংশ বা দশমিক ২২ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টি কোম্পানির। আর দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৯২ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টি কোম্পানির। আর দর কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। এ সময় কোম্পানির শেয়ার দর বেড়েছে ২০.১৩ শতাংশ। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সমন্বয় মূল্য বিবেচনায় কোম্পানির এ দর বেড়েছে। এই তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে- ঢাকা ইন্স্যুরেন্সের ১৯.৮৮ শতাংশ, ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিংয়ের ১৭.৭১ শতাংশ, সালভো কেমিক্যালের ১৫.৫২ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৫.২১ শতাংশ, এবি ব্যাংকের ১৪.১২ শতাংশ, আরএসআরএম’র ১৪.০৫ শতাংশ, কাশেম ড্রাইসেলের ১৩.২৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১২.১৪ শতাংশ ও বিডি থাই এ্যালুমিনিয়ামের ১০.৪০ শতাংশ দর বেড়েছে। দিনটিতে দর হারানোর শীর্ষে ছিল ইস্টার্ন লুব্রিকেন্টস। এ সময়ে কোম্পানির শেয়ার দর কমেছে ৩৪.১৮ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানির এ দর কমেছে। এই তালিকার অপর কোম্পানিগুলো হলো – বঙ্গজের ২৫.৬৭ শতাংশ, সাইফ পাওয়ারটেক’র ২২.০৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ২১.৯২ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ২০.৬৩ শতাংশ, মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ের ২০.১৯ শতাংশ, ডরিন পাওয়ার জেনারেশনের ১৮.২২ শতাংশ, তাল্লু স্পিনিং মিলসের ১৭.১৭ শতাংশ, বিডি অটোকারসের ১৭.০৯ শতাংশ ও কে এ্যান্ড কিউ এর ১৪.৫৫ শতাংশ দর কমেছে।
×