ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০২, ২০ নভেম্বর ২০১৬

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় তার পদত্যাগের দাবিতে শনিবার সিউলের রাজপথে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ লোক অংশ নেয়। প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে সেখানে টানা চার সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এ গণবিক্ষোভ পার্কের সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেও প্রেসিডেন্ট পদত্যাগের কথা প্রত্যাখ্যান করেছেন। ১৯৮০’র দশকের গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর থেকে দক্ষিণ কোরিয়ায় এটিকে সবচেয়ে বড় গণসমাবেশ হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির। গত শনিবারের বিক্ষোভে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতির কথা দাবি করে আয়োজকরা জানান, সিউলের বিক্ষোভ-সমাবেশে প্রায় পাঁচ লাখ লোক অংশ নেবে বলে তারা আশা করা হচ্ছে। দেশটির বিভিন্ন নগরীতে আরও প্রায় পাঁচ লাখ লোক বিক্ষোভ প্রদর্শন করেছে। এখন পর্যন্ত এ বিক্ষোভ-সমাবেশ অনেক শান্তিপূর্ণভাবে পালিত হয়ে আসছে। তবে শনিবারের বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে সেখানে পুলিশের উপস্থিতি অনেক বাড়ানো হয়েছে। প্রেসিডেন্টের ব্লুহাউজের বিভিন্ন প্রবেশ পথে অনেক বাস ও ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। অসমে বিদ্রোহী হামলায় ৩ সৈন্য নিহত অসমে সশস্ত্র বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) হামলায় অন্তত তিন ভারতীয় সেনা নিহতের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে রাজধানী গুয়াহাটি থেকে ৫শ’ কিলোমিটার দূরে আপার অসমের তিনসুকিয়া জেলার বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। খবর ওয়েবসাইটের। ভোরে সেনা তল্লাশি চলার সময় উলফার সদস্যরা ওই হামলা চালায়। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিকপ্রধান পরেশ বড়ুয়া এ হামলার দায় স্বীকার করেছেন। বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকার কাছেই গত বুধবার উলফার সদস্যরা পেংগেরি চা বাগানের টাকাভর্তি একটি গাড়িতে হামলা চালালে একজন নিহত ও দুইজন আহত হন। অসম পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এক হাজার ও ৫শ’ রুপির নোট বাতিলের সিদ্ধান্তে উলফার মতো ক্রিয়াশীল বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কাছে থাকা অগাধ অর্থ কার্যত অচল হয়ে পড়েছে।
×